সেনা ছাউনিতে সহকর্মীদের লক্ষ্য করে গুলি মেজরের, আহত ৬

সেনা ছাউনিতে সহকর্মীদের লক্ষ্য গুলি ও গ্রেনেড ছোঁড়ার অভিযোগ উঠল মেজর পদমর্যাদার এক অফিসারের বিরুদ্ধে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের রাজৌরি সেনা ছাউনিতে। ঘটনার জেরে আহত হয়েছেন ৬ সেনা কর্মী। আহতরা সকলেই ভারতীয় সেনার রাষ্ট্রীয় রাইফেলসের ৪৮ নম্বর ব্যাটেলিয়ানের সদস্য।

ভারতীয় সেনার তরফে এই ঘটনা প্রসঙ্গে কিছু না জানানো হলেও সূত্রের খবর, সেনা ছাউনিতে দু’পক্ষের কথা কাটাকাটি চলার সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তখনই মেজর পদমর্যাদার একাধিক নিজের অ্যাসল্ট রাইফেল দিয়ে সহকর্মীদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করেন। সে সময় বাকি জাওয়ানরা মেজরের উপর ঝাঁপিয়ে পড়ে তাঁকে থামান। সূত্রের খবর, ঘটনার পরই সেনার শীর্ষ পদস্থ আধিকারিকরা গিয়েছিলেন ঘটনাস্থলে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে। আহত জওয়ানদের খুব দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে এক জনের অবস্থা বেশ উদ্বেগজনক।

জম্মু-ভিত্তিক প্রতিরক্ষা মুখপাত্র, লেফটেন্যান্ট কর্নেল সুনীল বারতওয়াল ঘটনার বিস্তারিত প্রকাশ্যে আনেননি । তিনি জানান, “এখন পর্যন্ত ঘটনার বিষয়ে আমার কাছে কোনো আপডেট নেই। বিস্তারিত খবর পেলে জানানো হবে।” তবে, প্রতিরক্ষা মুখপাত্র রাজৌরির আর্মি ক্যাম্পে “জঙ্গি হামলার” খবর ভুয়ো বলে জানান। তিনি বলেন, “আমি আপনাদের জানাতে চাই যে কোন জঙ্গি হামলা হয়নি। এটা শিবিরের অভ্যন্তরীণ দুর্ভাগ্যজনক ঘটনা।”