বল ভেবে খেলতে গিয়ে বি.স্ফোরণ, দত্তপুকুরের ঘটনায় জ.খম ৫

ফের বোমা বিস্ফোরণ (Bomb blast) উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে (Duttapukur)। শুক্রবার দুপুরে গ্রামবাসীরা যখন স্থানীয় মসজিদে নামাজ পড়ছিলেন তখন একটি ডোবার ধারে বালতির ভিতর গোল মতো কিছু একটা দেখতে পায় শিশু কিশোরের দল। তা নিয়ে খেলতে গিয়ে আচমকাই বিস্ফোরণ (Blast) ঘটে। গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে স্থানীয় ছোট জাগুলিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।

স্থানীয়রা বলছেন, ওখানে যে বোমা থাকতে পারে সেটা তাঁরা আন্দাজ করতে পারেননি। কে বা কারা ওখানে বোমা মজুদ রেখেছিল তা নিয়ে উঠছে প্রশ্ন। যাঁরা জখম হয়েছেন তাঁদের প্রত্যেকেরই বয়স আট থেকে পনেরোর মধ্যে। সকলের অবস্থাই যথেষ্ট আশঙ্কাজনক বলেই জানাচ্ছেন চিকিৎসকরা। দোষীদের প্রকৃত শাস্তির দাবি তুলেছেন এলাকার মানুষ।