Saturday, November 8, 2025

এশিয়ান গেমসে সোনার পদক জয় ভারতীয় পুরুষ হকি দলের। এদিন ফাইনালে জাপানকে ৫-১ গোলে হারাল হরমনপ্রীত সিং-এর দল। ভারতের হয়ে জোড়া গোল হরমনপ্রীতের। একটি করে গোল অভিষেক, অমিত রুহিদাস এবং মনপ্রীত সিং-এর। এই জয়ের ফলে এবারের এশিয়াডে এই নিয়ে ২২টি সোনা জিতল ভারত।

গ্রুপ পর্বে জাপানকে ৪-২ গোলে হারিয়েছিল ভারত। এদিনও সেই ধারাই অব‍্যাহত রাখল হমনপ্রীতের দল। জাপান অনেক বেশি সংগঠিত হয়ে নেমেছিল। ফলে ভারতীয় খেলোয়াড়দের গোলের মুখ খুলতে শুরুতে বেশ সমস্যাই হয়। ভারতকে মনপ্রীতই প্রথম গোল এনে দেন। ২৫ মিনিটের মাথায় রিভার্স হিটে গোল করেন তিনি। মনদীপ জাপানের খেলোয়াড়কে বাধা দিয়েছিলেন কি না তা পরীক্ষা করেন আম্পায়ার। কিন্তু  ভারতের গোল বৈধ বলে ঘোষণা করা হয়। তৃতীয় কোয়ার্টারের শুরুতেই আবার একটি পেনাল্টি কর্নার আদায় করে নেয় ভারত। মনপ্রীত বল মারেন মাসাকির পায়ে। প্রথম বার সফল হয়নি ভারত। দ্বিতীয় বার আর ভুল করেননি হরমনপ্রীত। দ্বিতীয় গোলে এগিয়ে যায় ভারত। হরমনপ্রীতের শক্তিশালী ড্র্যাগ ফ্লিক আটকাতে পারেননি জাপানের গোলকিপার। এই কোয়ার্টারেই আসে ভারতের তৃতীয় গোল। ভারতের হয়ে তৃতীয় গোল অমিত রোহিদাসের। চতুর্থ কোয়ার্টারে চতুর্থ গোল আসে অভিষেকের স্টিক থেকে। বক্সের মধ্যে দ্রুত আক্রমণে ঢুকে পড়ে ভারত। কোনাকুনি শটে গোল করেন অভিষেক। শেষ কোয়ার্টারে একটি গোল শোধ করে জাপান। গোল করেন তানাকা। ৪১ সেকেন্ড আগে পেনাল্টি কর্নার থেকে ভারতের হয়ে ৫-১ করেন হরমনপ্রীত।

এদিকে ব‍্যাডমিন্টন পুরুষ সিংঙ্গলসে ব্রোঞ্জ পদক জয় এইচ এস প্রণয়ের। মহিলা কুস্তিতে ৬২ কেজি ফ্রিস্টাইলে ব্রোঞ্জ জয় সোনাম মালিকের। মহিলা কুস্তিতে ৭৬ কেজি ফ্রিস্টাইলে ব্রোঞ্জ জয় কিরণ বিষ্ণোই। ব্রিজের রুপোর পদক জয় ভারতীয় পুরুষ দলের। পুরুষ কুস্তিতে ৫৭ কেজি ফ্রিস্টাইলে ব্রোঞ্জ জয় অমনের।

আরও পড়ুন:প্রকাশিত ২০২৩-২৪ আইলিগের সূচি, মহামেডানের প্রথম ম‍্যাচ ২৯ অক্টোবর

Related articles

পার্লামেন্ট-ফোবিয়া: শীতকালীন অধিবেশনের সময় কমিয়ে দেওয়ায় তোপ তৃণমূলের

শনিবার ঘোষণা হয়েছে সংসদের শীতকালীন অধিবেশনের। সংসদীয় মন্ত্রী জানিয়েছেন ১ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

৮ নভেম্বর (শনিবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২০৭৫ ₹ ১২০৭৫০ ₹ খুচরো পাকা সোনা ১২১৩৫...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৮ নভেম্বর (শনিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

একলাফে বাড়ল বিহারের ভোট: ফায়দা কার? আশা দেখছে উভয়পক্ষ!

বিহারের বিধানসভা নির্বাচনের প্রথম দফা চমকে দিয়েছে নির্বাচন কমিশনকে। প্রথম দফার নির্বাচনে ভোটদানের হার এক লাফে এতটা বেড়েছে,...
Exit mobile version