Thursday, August 21, 2025

এশিয়ান গেমসে সোনার পদক জয় ভারতীয় পুরুষ হকি দলের। এদিন ফাইনালে জাপানকে ৫-১ গোলে হারাল হরমনপ্রীত সিং-এর দল। ভারতের হয়ে জোড়া গোল হরমনপ্রীতের। একটি করে গোল অভিষেক, অমিত রুহিদাস এবং মনপ্রীত সিং-এর। এই জয়ের ফলে এবারের এশিয়াডে এই নিয়ে ২২টি সোনা জিতল ভারত।

গ্রুপ পর্বে জাপানকে ৪-২ গোলে হারিয়েছিল ভারত। এদিনও সেই ধারাই অব‍্যাহত রাখল হমনপ্রীতের দল। জাপান অনেক বেশি সংগঠিত হয়ে নেমেছিল। ফলে ভারতীয় খেলোয়াড়দের গোলের মুখ খুলতে শুরুতে বেশ সমস্যাই হয়। ভারতকে মনপ্রীতই প্রথম গোল এনে দেন। ২৫ মিনিটের মাথায় রিভার্স হিটে গোল করেন তিনি। মনদীপ জাপানের খেলোয়াড়কে বাধা দিয়েছিলেন কি না তা পরীক্ষা করেন আম্পায়ার। কিন্তু  ভারতের গোল বৈধ বলে ঘোষণা করা হয়। তৃতীয় কোয়ার্টারের শুরুতেই আবার একটি পেনাল্টি কর্নার আদায় করে নেয় ভারত। মনপ্রীত বল মারেন মাসাকির পায়ে। প্রথম বার সফল হয়নি ভারত। দ্বিতীয় বার আর ভুল করেননি হরমনপ্রীত। দ্বিতীয় গোলে এগিয়ে যায় ভারত। হরমনপ্রীতের শক্তিশালী ড্র্যাগ ফ্লিক আটকাতে পারেননি জাপানের গোলকিপার। এই কোয়ার্টারেই আসে ভারতের তৃতীয় গোল। ভারতের হয়ে তৃতীয় গোল অমিত রোহিদাসের। চতুর্থ কোয়ার্টারে চতুর্থ গোল আসে অভিষেকের স্টিক থেকে। বক্সের মধ্যে দ্রুত আক্রমণে ঢুকে পড়ে ভারত। কোনাকুনি শটে গোল করেন অভিষেক। শেষ কোয়ার্টারে একটি গোল শোধ করে জাপান। গোল করেন তানাকা। ৪১ সেকেন্ড আগে পেনাল্টি কর্নার থেকে ভারতের হয়ে ৫-১ করেন হরমনপ্রীত।

এদিকে ব‍্যাডমিন্টন পুরুষ সিংঙ্গলসে ব্রোঞ্জ পদক জয় এইচ এস প্রণয়ের। মহিলা কুস্তিতে ৬২ কেজি ফ্রিস্টাইলে ব্রোঞ্জ জয় সোনাম মালিকের। মহিলা কুস্তিতে ৭৬ কেজি ফ্রিস্টাইলে ব্রোঞ্জ জয় কিরণ বিষ্ণোই। ব্রিজের রুপোর পদক জয় ভারতীয় পুরুষ দলের। পুরুষ কুস্তিতে ৫৭ কেজি ফ্রিস্টাইলে ব্রোঞ্জ জয় অমনের।

আরও পড়ুন:প্রকাশিত ২০২৩-২৪ আইলিগের সূচি, মহামেডানের প্রথম ম‍্যাচ ২৯ অক্টোবর

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version