প্রকাশিত ২০২৩-২৪ আইলিগের সূচি, মহামেডানের প্রথম ম‍্যাচ ২৯ অক্টোবর

আইলিগে কলকাতার থেকে মহামেডানই। সদ‍্য কলকাতা লিগ চ‍্যাম্পিয়ন হয়েছে তারা। একনজরে দেখে নেওয়া মহামেডানের ম‍্যাচের সূচি।

প্রকাশিত হয়ে গেল ২০২৩-২৪ আইলিগের ক্রীড়াসূচি। ২৮ অক্টোবর থেকে শুরু হতে চলেছে আইলিগ। প্রথম ম্যাচে মুখোমুখি হবে রিয়াল কাশ্মীর এফসি এবং রাজস্থান ইউনাইটেড। ২৯ অক্টোবর মহামেডান স্পোর্টিং ক্লাবের প্রথম ম‍্যাচ। প্রথম ম‍্যাচে সাদা-কালো ব্রিগেডের সামনে আইজল এফসি। মহামেডান তাদের হোম ম্যাচগুলি খেলবে নৈহাটি স্টেডিয়ামে। প্রতিটি হোম ম্যাচই সন্ধ্যা ৭টায়।

আইলিগে কলকাতার থেকে মহামেডানই। সদ‍্য কলকাতা লিগ চ‍্যাম্পিয়ন হয়েছে তারা। একনজরে দেখে নেওয়া মহামেডানের ম‍্যাচের সূচি। ২৯ অক্টোবরের পর ৩ নভেম্বর শিলং লাজং-এর বিরুদ্ধে ঘরের মাঠে খেলবে সাদা-কালো ব্রিগেড। ৭ নভেম্বর নৈহাটিতে ট্রাউ এফসির বিরুদ্ধে খেলবে আন্দ্রে চেরনিশভের দল। পর পর তিনটি হোম ম্যাচ খেলার পর ১০ নভেম্বর দিল্লী এফসির বিরুদ্ধে প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলবে মহামেডান। ১৮ নভেম্বর রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে খেলবে মহামেডান দল। এরপর ২১ নভেম্বর লখনউতে ইন্টার কাশির মুখোমুখি হবে মহামেডান।

৩ ডিসেম্বর নৈহাটিতে শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে খেলবে সাদা-কালো ব্রিগেড। ৮ ডিসেম্বর গোকুলাম কেরালা এফসির বিরুদ্ধে খেলবে মহামেডান। এরপর নামধারীর বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ মহামেডানের। ১৭ ডিসেম্বর তিলক ময়দানে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে খেলবে আন্দ্রে চেরনিশভের দল। ২৪ ডিসেম্বর নেরোকা এফসির বিরুদ্ধে ঘরের মাঠে খেলবে মহামেডান স্পোর্টিং ক্লাব।

আরও পড়ুন:দেশজ সতীর্থ নন্দিনী আগাসারার কাছে ক্ষমা চাইলেন স্বপ্না

 

Previous articleসিকিম টাকা পেলেও বঞ্চিত বাংলা! বিপর্য.য় নিয়ে মুখ্যমন্ত্রীকে অভিযো.গ অনীতের
Next articleরণবীরের পর শ্রদ্ধা কাপুর সহ একঝাঁক বলি অভিনেতালে তলব ইডির