Wednesday, May 21, 2025

অবিলম্বে চালু করতে হবে ইন্টারনেট! মণিপুরে অনির্দিষ্টকালের জন্য অবরু.দ্ধ জাতীয় সড়ক   

Date:

মণিপুরে (Manipur) অশান্তির জেরে দীর্ঘদিন বন্ধ ইন্টারনেট পরিষেবা (Internet Connection)। আর সেকারণেই অনির্দিষ্টকালের জন্য অর্থনৈতিক অবরোধ শুরু করেছে সেনাপতি জেলার এক ছাত্র সংগঠন। ইতিমধ্যে ৯০টিরও বেশি বাণিজ্যিক যানবাহন মণিপুর-নাগাল্যান্ড সীমান্তে আটকে পড়েছে। সেনাপতি ডিস্ট্রিক্ট স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (ADSA) নাগাল্যান্ড ২ নং জাতীয় সড়ক এবং ১২৯-এ সীমান্তবর্তী দুটি প্রবেশপথই অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেছে। তবে এই দুই সড়ক মণিপুরের প্রধান লাইফলাইন হিসাবে কাজ করে। আর আচমকা সেই সড়ক বন্ধের কারণে চরম সমস্যার মুখে ডবল ইঞ্জিন পরিচালিত এন বিরেন সিং সরকার।

সূত্রের খবর, শুক্রবার পর্যন্ত প্রায় ৯০টি পণ্যবাহী যানবাহন নাগাল্যান্ডের খুজামার আন্তঃরাজ্য সীমান্তের পাশে NH-2 তে আটকে পড়েছে। তবে নাগাল্যান্ডের পেরেন এবং মণিপুরের মারামের মধ্যে সংযোগকারী জাতীয় সড়কে আটকা পড়া যানবাহনের সংখ্যা এই মুহূর্তে কত তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। জানা গিয়েছে, ৪ অক্টোবর অর্থাৎ বুধবার ছাত্র সংগঠনটি সেনাপতি জেলায় যেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারেই শান্তিপূর্ণ ছিল সেখানে মোবাইল ইন্টারনেট পরিষেবার উপর নিষেধাজ্ঞা তুলে নিতে রাজ্য সরকারকে ২৪ ঘন্টা সময় দিয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্ত মানেনি সরকার।

তবে এসডিএসএ এক বিবৃতিতে জানিয়েছে, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ইন্টারনেটে অ্যাক্সেস কেবল একটি বিশেষ সুযোগ নয় বরং একটি মৌলিক অধিকার যা প্রতিটি নাগরিকের বিনা বাধায় উপভোগ করা উচিত। সমগ্র রাজ্য জুড়ে মোবাইল ইন্টারনেট পরিষেবার উপর ক্রমাগত নিষেধাজ্ঞা আরোপ করা, এমনকি যখন সমস্যাগুলি নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ হলেও পুরো রাজ্যে তা জোর করে বন্ধ করে রাখা কেবল অযৌক্তিক নয় বরং একটি মুক্ত রাষ্ট্রের নাগরিক হিসাবে আমাদের মৌলিক অধিকারগুলিও লঙ্ঘন করে। ছাত্র সংগঠনটি আরও জানিয়েছে, তাঁদের কণ্ঠস্বর শোনানোর জন্য গণতান্ত্রিক আন্দোলন করা ছাড়া তাদের আর কোনো উপায় নেই। তবে যতদিন রাজ্য সরকার মোবাইল ইন্টারনেট পরিষেবা নিষিদ্ধ করে থাকবে ততদিন এসডিএসএ অর্থনৈতিক অবরোধ চালিয়ে যাবে।

 

 

 

 

Related articles

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

২১ মে বুধবার ২০২৫১ গ্রাম ১০ গ্রামপাকা সোনার বাট ৯৩৬০ ₹ ৯৩৬০০ ₹খুচরো পাকা সোনা ৯৪০৫ ₹ ৯৪০৫০...

আর্দ্রতাজনিত অস্বস্তি নিয়ে বুধের শুরু, দুপুরের পর বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গে!

সপ্তাহের মাঝের কর্মব্যস্ত দিনে সকাল থেকেই আর্দ্রতাজনিত অস্বস্তি জেলায় জেলায়। সকাল দশটার পর থেকে গরম ক্রমশ বাড়তে থাকে।...

একনাগাড়ে বৃষ্টি- ধসে বিপর্যস্ত উত্তর সিকিম! বিপাকে পর্যটকরা, উদ্ধার কাজে সেনা

মৌসম ভবনের (IMD) পূর্বাভাস সত্যি করে একটানা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিমের (Sikkim) বিস্তীর্ণ এলাকা। মঙ্গলবার রাত থেকে মুন্সিথাঙে একনাগাড়ে...

কলকাতার আকাশে রহস্যময় ড্রোনের দেখা মিলতেই সতর্ক লালবাজার, রিপোর্ট চাইল কেন্দ্র

পহেলগাম হামলা এবং প্রত্যুত্তরে ভারতের অপারেশন সিন্দুরের (Operation Sindoor) পর দেশজুড়ে কড়া নিরাপত্তার পাশাপাশি সতর্ক রয়েছে বাংলাও। এই...
Exit mobile version