Friday, November 7, 2025

দেশের ভবিষ্যৎ নেতা অভিষেক: প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে বললেন রাজ্যপাল

Date:

“অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশের ভবিষ্যৎ নেতা।” শনিবার দার্জিলিংয়ে তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করে এমনটাই জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল সাক্ষাৎ সেরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সেটাই জানালেন প্রতিনিধি দলের সদস্য সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি জানান, রাজ্যের দাবি যে ন্যায্য সেটাও এদিন মেনে নিয়েছেন রাজ্যপাল।

দীর্ঘ টানাপোড়েনের পর শনিবার দার্জিলিংয়ে তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তৃণমূলের এই ৩ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও সাংসদ মহুয়া মৈত্র। রাজ্যপাল সাক্ষাৎ সেরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কল্যাণবাবু বলেন, “রাজ্যপালকে আমরা বলেছি আমরা সৌজন্য সাক্ষাতে এসেছি। রাজ্যের ২১ লক্ষ মানুষ ১০০ দিনের কাজ করে টাকা পাননি। আমাদের মূল প্রতিনিধিদল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতায় রয়েছে। ৩০ জনের সেই দলে রয়েছেন ভুক্তভোগীরাও। তারা আপনার সঙ্গে দেখা করে তাদের দাবি দাওয়া জানাতে চায়। সঙ্গে ৫০ লক্ষ চিঠি আপনার হাতে তুলে দিতে চায় তারা।”

রাজ্যের প্রতিনিধিদের বক্তব্য শোনার পর রাজ্যপাল তৃণমূল নেতৃত্বকে জানান, তিনি খুব তাড়াতাড়ি কলকাতায় ফিরবেন ও তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন। তিনি এও জানিয়েছেন, রাজ্যের দাবিদাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে। তাঁদের ব্যখ্যায় তিনি সন্তুষ্ট। এব্যাপারে কেন্দ্রকে প্রয়োজনীয় দরবারও করবেন তিনি। তবে বকেয়া পরিশোধের মধ্যে রাজনৈতিক কোনও বাধা থাকলে তিনি নিরুপায়। এর পাশাপাশি ১০০ দিনের বকেয়া আদায়ে আন্দোলনরত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অনুযায়ী রাজ্যপাল বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেছেন রাজ্যপাল। তাঁকে আগামীর নেতা বলে উল্লেখ করেছেন।”

Related articles

মোদি সরকারের দু-গালে জোর থাপ্পড়! ১০০ দিনের কাজ নিয়ে হাই কোর্টের নির্দেশ নিয়ে কড়া প্রতিক্রিয়া তৃণমূলের

আদালতে জোর ধাক্কা খেয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। প্রতিহিংসামূলক রাজনীতি করে দীর্ঘদিন ধরে প্রাপ্য আটকে রেখে বাংলাকে বঞ্চিত করছে...

পুত্র সন্তানের মা ক্যাটরিনা, নায়িকাকে বেবি কেয়ার টিপস বলিউড অভিনেত্রীদের!

শুক্রের সকালে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ক্যাটরিনা কাইফ (Kattina Kaif)। আনন্দে আত্মহারা ভিকি কৌশল(Vicky Kaushal)। সেলেব দম্পতি...

SIR আতঙ্কে একের পর এক মৃত্যু! শেওড়াফুলির যৌনকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

SIR আতঙ্কে একের পর এক মৃত্যু। হুগলির (Hooghli) ডানকুনির পরে এবার শেওড়াফুলি। শেওড়াফুলির (Shaoraphuli) গড়বাগানে যৌনকর্মীর (Sex Worker)...

জন-গণ-মন: রবীন্দ্রনাথকে অপমানের পরিকল্পিত চক্রান্ত! বিজেপি সাংসদের পদত্যাগ দাবি তৃণমূলের

জাতীয় সঙ্গীত নিয়ে রচয়িতা রবীন্দ্রনাথকে পরিকল্পিত অপমানের বিরুদ্ধে গর্জে উঠল বাংলার শাসকদল তৃণমূল। শুক্রবার, তৃণমূল ভবন থেকে সাংবাদিক...
Exit mobile version