Friday, August 22, 2025

বাংলার বঞ্চিতদের পাশে থাকার বার্তা! অভিষেকের অবস্থান বিক্ষো.ভে সামিল অখিল ভারত হিন্দু মহাসভা

Date:

একশো দিনের কাজ সহ একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্রের মোদি সরকার (Modi Govt)। আর তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্বে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে বাংলার বঞ্চিতরা। এবার একশো দিনের কাজের টাকা মিটিয়ে দেওয়ার দাবিতে বাংলার ‘বঞ্চিতদের’ পাশে দাঁড়াল অখিল ভারত হিন্দু মহাসভা (Akhil Bharat Hindu Mahasabha)। এর আগে পশ্চিমবঙ্গ দিবস নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjeee) ডাকা সর্বদল বৈঠকেও হাজির ছিল অখিল ভারত হিন্দু মহাসভা। আর সেই বৈঠকেই সংগঠনের রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী (Chandrachud Goshwami) নবান্নে বসে রাজ্যের পাশে থাকার বার্তা দিয়েছিলেন তিনি। আর সেকথা সত্যি করেই এদিন একশো দিনের কাজের টাকা আদায়ের জন্য বাংলার বঞ্চিত মানুষদের হাত শক্ত করল অখিল ভারত হিন্দু মহাসভা। শনিবার রাজভবনের বাইরে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অবস্থান বিক্ষোভ চলছে, তখন একশো দিনের কাজের টাকা মিটিয়ে দেওয়ার দাবিতে এবার রাজভবনের (Rajbhawan) সামনে হাজির অখিল ভারত হিন্দু মহাসভাও।

শনিবার দুপুরে রাজভবনের সামনে পৌঁছে যায় অখিল ভারত হিন্দু মহাসভার একটি প্রতিনিধিদল। একশো দিনের কাজের টাকার দাবিতে রাজ্য সরকারকে সমর্থন জানাতেই তাঁদের এই পদক্ষেপ বলে জানান সংগঠনের রাজ্য সভাপতি। চন্দ্রচূড় এদিন জানান, অবিলম্বে কেন্দ্রকে ঠিকা শ্রমিকদের হকের ১০০ দিনের কাজের টাকা মিটিয়ে দিতে হবে। এই আন্দোলনে রাজ্য সরকারকে সমর্থন জানাতেই রাজভবন চলো অভিযান অখিল ভারত হিন্দু মহাসভার। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধিদল বাংলার একশো দিনের কাজে ভুক্তভোগীদের নিয়ে দিল্লির দরবারে পৌঁছে যায়। কৃষিভবনে গিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করলেও কেন্দ্রীয় মন্ত্রীর দেখা মেলেনি। সেদিন কৃষিভবন থেকে অভিষেক-সহ তৃণমূলের গোটা প্রতিনিধিদলকে আটক করেছিল দিল্লি পুলিশ। এদিন এক বিবৃতিতে সেই ঘটনারও তীব্র নিন্দা জানিয়েছেন অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি চন্দ্রচূড়। তাঁর বক্তব্য, দিল্লিতে জনপ্রতিনিধিদের উপর পুলিশি নিগ্রহের নিন্দা করছে অখিল ভারত হিন্দু মহাসভা।

তবে অভিষেকের নেতৃত্বে অবস্থান বিক্ষোভে বাংলার বঞ্চিতরা রাজভবনের সামনে বিক্ষোভ দেখালেও পালিয়ে বেড়াচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যতদিন না তিনি রাজভবনে এসে পৌঁছচ্ছেন ততদিন পর্যন্ত অবস্থান মঞ্চেই বসে থাকার হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক। আর শনিবার বাংলার বঞ্চিতদের টাকা ফেরানোর দাবিতে অভিষেকের পাশেই দাঁড়াল অখিল ভারত হিন্দু মহাসভা।

 

 

 

 

Related articles

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...
Exit mobile version