Sunday, August 24, 2025

একদিনের ক্রিকেট বিশ্বকাপে প্রথম ম‍্যাচে জয় পেল বাংলাদেশ। এদিন প্রথম ম‍্যাচে আফগানিস্তানকে হারাল ৬ উইকেটে। বাংলাদেশের হয়ে ব‍্যাট এবং বল হাতে দুরন্ত পারফরম্যান্স মেহদি হাসান মিরাজের।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন শাকিব উল হাসান। শুরুতে ব্যাট করতে নেমে ১০ ওভারে ৫০ রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান। উইকেট এনে দেন শাকিব নিজেই। বাংলাদেশের দ্বিতীয় উইকেটও তুলে নেন শাকিবই। রহমত এই ম্যাচে ২৪ বলে ১৮ রান করেন। লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। মেহদি হাসান মিরাজের বলে তৌহিদ হৃদয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন হসমতউল্লাহ শাহিদি। তিনি ৩৮ বলে ১৮ রান করেন। রহমানউল্লাহ গুরবাজ ৪৭ রান করে আউট হন। মুস্তাফিজুর রহমানের বলে তানজিদ হাসানের হাতে ক্যাচ দিয়ে তিনি প্যাভিলিয়নে ফিরে যান। ফের উইকেট নেন শাকিব। ১৫৬ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান। শেষে ০ রানে আউট হন নবীন উল হক।

জবাবে শুরুটাও খুব একটা ভাল হয়নি বাংলাদেশদের। ব্যর্থ হন লিটন দাস। তনজিদ হাসানও রান পাননি। তবে মেহেদি হাসান মিরাজ হাফ সেঞ্চুরি করেন। তবে ৭৩ বলে তিনি ৫৭ রান করে আউট হন। এরমধ্যে তিনি পাঁচটি বাউন্ডারি হাঁকান। ৫৯ রানে অপরাজিত নাজমুল হুসেন শান্ত। টাইগারদের ব্যাটিং নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। হাতে এত উইকেট থাকলেও কেন তারা আরও দ্রুত ম্যাচটা শেষ করলেন না, সেটা নিয়েই সকলে উদ্বিগ্ন। যত তাড়াতাড়ি তারা জিততে পারবে, নেট রানরেট ততই ভালো করতে পারবে। সেক্ষত্রে গ্রুপ পর্যায়ের পরবর্তী ম্যাচে বাংলাদেশ কিছুটা হলেও বেশি সুবিধা পাবে। সেটা না হওয়ায় পরে সমস্যা হতে পারে শাকিবদের।

আরও পড়ুন:পাকিস্তানি সাংবাদিক-সমর্থকদের জন‍্য বড় পদক্ষেপ BCCI-এর

Related articles

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...
Exit mobile version