Wednesday, August 27, 2025

একদিনের ক্রিকেট বিশ্বকাপে প্রথম ম‍্যাচে জয় পেল বাংলাদেশ। এদিন প্রথম ম‍্যাচে আফগানিস্তানকে হারাল ৬ উইকেটে। বাংলাদেশের হয়ে ব‍্যাট এবং বল হাতে দুরন্ত পারফরম্যান্স মেহদি হাসান মিরাজের।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন শাকিব উল হাসান। শুরুতে ব্যাট করতে নেমে ১০ ওভারে ৫০ রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান। উইকেট এনে দেন শাকিব নিজেই। বাংলাদেশের দ্বিতীয় উইকেটও তুলে নেন শাকিবই। রহমত এই ম্যাচে ২৪ বলে ১৮ রান করেন। লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। মেহদি হাসান মিরাজের বলে তৌহিদ হৃদয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন হসমতউল্লাহ শাহিদি। তিনি ৩৮ বলে ১৮ রান করেন। রহমানউল্লাহ গুরবাজ ৪৭ রান করে আউট হন। মুস্তাফিজুর রহমানের বলে তানজিদ হাসানের হাতে ক্যাচ দিয়ে তিনি প্যাভিলিয়নে ফিরে যান। ফের উইকেট নেন শাকিব। ১৫৬ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান। শেষে ০ রানে আউট হন নবীন উল হক।

জবাবে শুরুটাও খুব একটা ভাল হয়নি বাংলাদেশদের। ব্যর্থ হন লিটন দাস। তনজিদ হাসানও রান পাননি। তবে মেহেদি হাসান মিরাজ হাফ সেঞ্চুরি করেন। তবে ৭৩ বলে তিনি ৫৭ রান করে আউট হন। এরমধ্যে তিনি পাঁচটি বাউন্ডারি হাঁকান। ৫৯ রানে অপরাজিত নাজমুল হুসেন শান্ত। টাইগারদের ব্যাটিং নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। হাতে এত উইকেট থাকলেও কেন তারা আরও দ্রুত ম্যাচটা শেষ করলেন না, সেটা নিয়েই সকলে উদ্বিগ্ন। যত তাড়াতাড়ি তারা জিততে পারবে, নেট রানরেট ততই ভালো করতে পারবে। সেক্ষত্রে গ্রুপ পর্যায়ের পরবর্তী ম্যাচে বাংলাদেশ কিছুটা হলেও বেশি সুবিধা পাবে। সেটা না হওয়ায় পরে সমস্যা হতে পারে শাকিবদের।

আরও পড়ুন:পাকিস্তানি সাংবাদিক-সমর্থকদের জন‍্য বড় পদক্ষেপ BCCI-এর

Related articles

একসঙ্গে গণেশ পুজোয়! সুনিতা বললেন ‘আমার গোবিন্দা শুধুই আমার’

বিচ্ছেদের যাবতীয় গুঞ্জন উড়িয়ে এক সঙ্গে গোবিন্দা-সুনিতা (Govinda-Sunita)। বুধবার বাড়ির গণেশ পুজোয় (Ganesh festival) ভেস্তে দিলেন নিন্দুকদের সব...

আমার ইতিহাস জড়িয়ে রয়েছে: মহারাষ্ট্র নিবাসের গণেশপুজোয় মন্তব্য মমতার

১০১ বছরে পড়ল কলকাতার মহারাষ্ট্র নিবাসের গণেশপুজো (Ganesh Pujo)। বুধবার, সেই পুজোর উদ্বোধন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়...

ক্যালকাটা কাস্টমসের কাছে হার, সুপার সিক্সের পথ কঠিন করে ফেলল মোহনবাগান

কলকাতা লিগে(CFL) সুপার সিক্সের পথ আরও কঠিন করে ফেলল মোহনবাগান(Mohun Bagan)। বিএসএসের কাছে জয়ের পর ক্যালকাটা কাস্টমসের(Calcutta Customs...

দেশ-বিদেশের মানচিত্রে পর্যটনে উজ্জ্বল বাংলা! সামনে বড় লক্ষ্য: ইন্দ্রনীল সেন 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে দেশ-বিদেশের পর্যটন মানচিত্রে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে বাংলা। তবে এখানেই থেমে থাকতে...
Exit mobile version