Wednesday, November 12, 2025

অভিষেকের ধ.র্নার জের, রাজ্যে আসছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতি?

Date:

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) মুখোমুখি হওয়ার সাহস নেই, সেই কারণে পিছনে দরজা দিয়ে পালিয়ে গেছিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতি (Niranjan Jyoti)। দিল্লিতে রাজ্যের শাসকদলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেননি। অথচ তার দিন চারেক পর তাঁর রাজ্যে আসার খবর নিয়ে জল্পনা তৈরি হয়েছে। রাজনৈতিক মহল বলছে তৃণমূল কংগ্রেসের (TMC )সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কর্মসূচির জেরে চাপে পড়েছে ভারতীয় জনতা পার্টি (BJP )। তাই মুখে না বললেও বাধ্য হয়েই রাজ্যে আসতে হচ্ছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে। আজ শনিবার সকাল সাড়ে ১১টা নাগাদ নিরঞ্জন জ্যোতির কলকাতায় আসার কথা। বিজেপির তরফে জানানো হয়েছে, দুপুর ১টায় সেক্টর ফাইভে সাংবাদিক বৈঠক হবে।

বাংলার মানুষকে বঞ্চনা করছে কেন্দ্রের সরকার (Central Government) এই অভিযোগ তুলে বারবার সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। আবাস যোজনা সহ ১০০ দিনের টাকা আটকে রাখার বিরোধিতায় রাজধানীতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সঙ্গে দেখা করতে চেয়েছিল রাজ্যের শাসক দল। নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়। গ্রামোন্নয়ন মন্ত্রী দেখা করেননি বরং কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর নাম উঠে এসেছিল। মঙ্গলবারই দিল্লিতে কৃষিভবনে জ্যোতির সঙ্গে দেখা করে বাংলার মানুষের দাবি জানাতে গিয়েছিলেন অভিষেক-সহ দলের প্রতিনিধিরা। কিন্তু বাংলার মানুষের চোখে চোখ রেখে কথা বলার ক্ষমতা নেই কেন্দ্রের , তাই বাইরে দীর্ঘক্ষণ প্রতিনিধি দলকে অপেক্ষা করিয়েও দেখা করেননি মন্ত্রী। বরং দফতর থেকে পিছনের দরজা দিয়ে বেরিয়ে যান বলে খবর মেলে। মন্ত্রী বেরিয়ে গেলে তৃণমূল নেতৃত্বকে আটক করে তুলে নিয়ে যায় পুলিশ। কিন্তু এত কিছুর মধ্যেও নিজের লক্ষ্যে অবিচল অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ‘রাজভবন চলো’ কর্মসূচির ডাক দেন তিনি। রাজ্যপালের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেওয়ার কথাও জানান। কিন্তু রাজ্যপাল না-থাকায় রাজভবনের সামনে ধর্নায় বসেছেন তৃণমূল সাংসদ। আজ রাজ্যের শাসক দলের প্রতিনিধি দল উত্তরবঙ্গে যাচ্ছে, তবে অভিষেক জানিয়েছেন রাজ্যপালকে কলকাতায় দেখা করতেই হবে। রাজ্যের বুকে কেন্দ্রের চোখ কান হয়ে যিনি বসে আছেন তিনি এভাবে পালিয়ে পালিয়ে বেড়াতে পারেন না। এই আবহে জ্যোতির কলকাতায় আগমন ঘিরে বাড়ছে জল্পনা।মনে করা হচ্ছে, অভিষেক ধর্নায় বসার ফলে বিজেপির উপর যে চাপ তৈরি হয়েছে, তার জেরেই সাংবাদিক বৈঠক করতে বাধ্য হয়ে দিল্লি থেকে বাংলায় ছুটে আসছেন জ্যোতি।

Related articles

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...
Exit mobile version