Friday, August 22, 2025

সারারাত আমায় লকআপের বাইরে রেখেছে ইডি: আদালতে বিস্ফোরক সঞ্জয় সিং

Date:

আদালতে ইডির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া সঞ্জয় সিং(Sanjay Singh)। দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে ইডি-র বিরুদ্ধে তিনি অভিযোগ করলেন, সারা রাত লকআপের বাইরে তাঁকে ঘুমাতে বাধ্য করেছে ইডি। গ্রেফতারির পর ইডি(ED) হেফাজতে সঞ্জয় সিংকে রাখা হলেও ইডি-র সদর দফতর থেকে তুঘলক রোড থানায় স্থানান্তর করা হয় তাঁকে। এর বিরোধিতায় আদালতে অভিযোগ করেছিলেন সঞ্জয়। সেই মামলাতেই এদিন আদালতে বিস্ফোরক অভিযোগ করলেন দিল্লির সাংসদ। শুধু তাই নয়, ইডি তাঁর উপর শারীরিক নির্যাতন করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

রাউজ অ্যাভিনিউ কোর্টের সঞ্জয় সিংয়ের আইনজীবী বলেন, আমরা যখন সঞ্জয় সিংয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম তিনি বলেন, ইডি তাঁকে লকআপের বাইরে ঘুমোতে বাধ্য করেছে। লকআপে কীটনাশক দেওয়ার কারণে এমনটা করা হয়েছে বলে সঞ্জয় সিংকে বলা হয়। সঞ্জয় সিংয়ের অভিযোগে বিচারক সঞ্জয় সিংকে বদলি করা হয়েছে কিনা জানতে চাইলে ইডির আইনজীবী বলেন, না, এখনও নয়। নিজের আবেদনে সঞ্জয় সিং ইডি-র সদর দফতর থেকে তুঘলক রোড থানায় স্থানান্তরের বিরোধিতা করেছিলেন। এপ্রসঙ্গে ইডির তরফে জানানো হয়, ইডি তুঘলক রোড থানায় স্থানান্তর করতে চেয়েছিল কারণ ইডি সদর দফতর সহ লকআপে কীটনাশক স্প্রে করতে চেয়েছিল।

সঞ্জয় সিংয়ের দাবি, অন্য কোথাও স্থানান্তরিত না করে তাঁকে ইডি সদর দফতরেই জিজ্ঞাসাবাদ করা হোক এবং সেখানেই রাখা হোক। সঞ্জয় সিং-এর আইনজীবী বলেন, সদর দফতরে একটি মাত্র লকআপ আছে ইডি কি আমাদের সঙ্গে রসিকতা করছে। সঞ্জয় সিংয়ের আরও আইনজীবী বলেন, ইডি নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করে। যদিও পাল্টা ইডি আইনজীবী বলেন, সঞ্জয় সিংয়ের আইনজীবী যদি রাজনৈতিক বক্তব্য দিতে চান তবে তিনি আদালতের বাইরে সাংবাদিক সম্মেলন করতে পারেন। সবশেষে ইডি আদালতকে জানায়, কীটনাশকের কাজ শেষ হয়েছে এবং আমরা সঞ্জয় সিংকে অন্য কোথাও স্থানান্তর করছি না।

Related articles

বেনজির! সাংবাদিক বৈঠক ছাড়াই জয়েন্টের মেধা তালিকা প্রকাশ, সফলদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বেনজির। নির্ধারিত সময়ের আগেই সাংবাদিক বৈঠক ছাড়াই ফল প্রকাশ করল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। শুক্রবার, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই...

রাজনীতি করতে বাংলায় ‘পর্যটক’ মোদির আগমনে প্রধানমন্ত্রীকে ৫ প্রশ্ন তৃণমূলের

ছাব্বিশের ভোটের (WB Assembly Election) কথা মাথায় রেখে নির্বাচন পূর্ববর্তী 'নাটক' করতে বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করেছে বিজেপির...

আজ দুপুরেই জয়েন্টের ফল: হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে জানাল শীর্ষ আদালত, নয়া মেধাতালিকা প্রকাশও

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে স্থগিতাদেশ...

গায়ক থেকে পরিচালক, নওয়াজউদ্দিনকে নিয়ে শান্তিনিকেতনে শ্যুটিং অরিজিতের!

রেকর্ডিং ফ্লোর থেকে স্টেজ, কণ্ঠের জাদুতে হিমাচলের মন জয় করার পর এবার ক্ল্যাপস্টিক হাতে চমকে দিলেন অরিজিৎ সিং...
Exit mobile version