Sunday, May 4, 2025

ধ.র্নায় অনড় অভিষেক, ‘চাপে পড়ে’ পাহাড় থেকে তড়িঘড়ি কলকাতা ফিরছেন রাজ্যপাল

Date:

চাপে পড়েছেন রাজ্যপাল! তৃণমূল প্রতিনিধিদের সঙ্গে শনিবার কথা বলার ১২ঘণ্টার মধ্যেই কলকাতায় আসার কথা ঘোষণা সিভি আনন্দ বোসের (C V Anand Bose)। অথচ শনিবার, পাহাড়ে কোনও কর্মসূচি না থাকা সত্ত্বেও সেখানে বসে ছিলেন তিনি। সেদিন তাঁর একটাই কর্মসূচি ছিল  তৃণমূল নেতাদের সঙ্গে দেখা করা। এই আচরণকে জমিদারি বলে বারবার তীব্র কটাক্ষ করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রবিবার, কলকাতায় ফেরার আগে কালিম্পংয়ে দাঁড়িয়ে রাজ্যপাল বোস অবশ্য বললেন বঞ্চিতদের সঙ্গে দেখা করতে চান বলেই কলকাতা ফিরছেন। রাজনৈতিক মহলের মতে, অভিষেকের অনড় মনোভাব আর ধর্নার ফলেই ফিরছেন রাজ্যপাল।

এদিন সকালে বিপর্যস্ত কালিম্পংয়ের তিস্তা বাজার এলাকা পরিদর্শনে যান আনন্দ বোস। সেখান থেকে দার্জিলিং ফিরে মধ্য়াহ্নভোজের পরে বাগডোগরা বিমানবন্দর যাওয়ার কথা ছিল। তবে সূত্রে খবর, শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করে তিস্তা বাজার থেকে সরাসরি বাগডোগরা বিমানবন্দরে হয়ে কলকাতা ফিরছেন রাজ্যপাল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ফিরে বঞ্চিতদের থেকে সরাসরি অভিযোগ শুনবেন। তার পর শুধু কেন্দ্র নয়, প্রয়োজনে সব পক্ষের সঙ্গে কথা বলবেন। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-সহ তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন কি না তা এখনও স্পষ্ট নয়।

শনিবার কোনও কর্মসূচি না থাকা সত্ত্বেও উত্তরবঙ্গে ছিলেন রাজ্যপাল। সেখানেই তাঁর সঙ্গে দেখা করেন তৃণমূলের তিন প্রতিনিধি-কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র এবং প্রদীপ মজুমদার। বৈঠক থেকে বেরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যা জানান, কলকাতায় ফিরেই অভিষেকের সঙ্গে দেখা করবেন বলেছেন রাজ্যপাল। দিল্লির দরবারেও বাংলার বঞ্চনার কথা তুলে ধরবেন। তবে একই সঙ্গে আনন্দ বোস জানান, যদি রাজনৈতিক বাধ্যবাধকতা না থাকে। পরে, এই কথা প্রসঙ্গে ধর্নামঞ্চ থেকে আনন্দ বোসকে নিশানা করেন অভিষেক।

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version