জয় দিয়ে একদিনের ক্রিকেট বিশ্বকাপের অভিযান শুরু করেছে ভারত। বিশ্বকাপের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারায় ৬ উইকেটে। সৌজন্যে বিরাট কোহলি-কে এল রাহুল জুটি। টিম ইন্ডিয়ার হয়ে দুরন্ত ইনিংস খেলেন তাঁরা। ৮৫ রান কোহলির। ৯৭ রানে অপরাজিত রাহুল। ভারতের হয়ে দুরন্ত বোলিং রবীন্দ্র জাদেজার। ম্যাচ জিতলেও টপ অর্ডারের খেলায় খুশি নন ভারত অধিনায়ক। কারণ গতকাল অজিদের রান তারা করতে গিয়ে পরপর উইকেট হারায় ভারত। শূন্য রান হাতে নিয়ে সাজঘরে ফেরেন রোহিত শর্মা-ঈশান কিষাণ-শ্রেয়স আইয়ার। আর এরপরই ব্যাটিং অর্ডারের বদলের ইঙ্গিত দিলেন ভারত অধিনায়ক।
ম্যাচ শেষে রোহিত বলেন,”দেশের বিভিন্ন মাঠে ঘুরে ঘুরে আমাদের খেলতে হচ্ছে। সব জায়গার পরিবেশ আলাদা। প্রতিপক্ষ আলাদা। সেই অনুযায়ী দলে আমাদের বদল করতে হবে। যে ভাল খেলবে সে বেশি সুযোগ পাবে। দলের প্রত্যেকে সেটা জানে। ওরা তৈরিও আছে।”
ম্যাচ জয়ের কৃতিত্ব হিসাবে দলগত প্রচেষ্টার কথাই বললেন রোহিত রোহিত। যদিও বিরাট-রাহুলের পারফরম্যান্সের প্রশংসা করেছেন তিনি। ম্যাচ শেষে ভারত অধিনায়ক বলেন,”পিচ ভাল ভাবে কাজে লাগিয়েছে আমাদের বোলারেরা। শুরুতেই আমরা জানতাম পেসার এবং স্পিনার দু’জনেই সাহায্য পাবে। পেসারেরা তো রিভার্স সুইংও পেয়েছে। সব মিলিয়ে, দলগত প্রচেষ্টাই আমাদের জয়ের আসল কারণ। তবে বিরাট এবং কেএল-কে ধন্যবাদ। ওরা বুদ্ধি কাজে লাগিয়ে রান তাড়া করেছে।”
আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস