Thursday, August 21, 2025

৫ রাজ্যের ৪টেতেই গোহারা হারছে বিজেপি, বলছে জনমত সমীক্ষা

Date:

লোকসভা নির্বাচনের(Loksabha Election) আগে ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনকে(Assembly Election) সেমিফাইনাল হিসেবে দেখছে রাজনৈতিক মহল। ইতিমধ্যেই মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং মিজোরামের ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এবার প্রকাশ্যে এল এই রাজ্যগুলির রাজনৈতিক হালহকিকত। এবিপি সি ভোটারের জনমত সমীক্ষায় জানা যাচ্ছে এই ৫ রাজ্যের নির্বাচনের মধ্যে ৪ রাজ্যেই গোহারা হারতে চলেছে গেরিয়া শিবির। অন্যদিকে, এই রাজ্যগুলিতে বড় জয়ের পথে কংগ্রেস(Congress)।

এবিপি সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, এই পাঁচ রাজ্যের মধ্যে মধ্যপ্রদেশে কিছুটা লড়াই হতে পারে কংগ্রেস ও বিজেপির(BJP) মধ্যে। মধ্যপ্রদেশের বর্তমান শাসকদল বিজেপি। তবে ২৩০ আসনের মধ্যপ্রদেশে ১১৩ থেকে ১২৫টি আসন পেতে পারে কংগ্রেস। বিজেপি পেতে পারে ১০৪ আসন।

রাজস্থানে এই মুহূর্তে ক্ষমতায় রয়েছে কংগ্রেস। সমীক্ষা বলছে, গত কয়েক দশকের রীতি বজায় রেখে এবারেও মরুরাজ্যে ক্ষমতা বদল হবে। কংগ্রেসের হাত থেকে এবার ক্ষমতা চলে যেতে চলেছে গেরুয়া শিবিরের হাতে। সেখানে বিজেপি পেতে পারে ১২৭-১৩৭ আসনে। কংগ্রেস সেখানে পেতে পারে মাত্র ৫৯-৬৯ আসনে। পাঁচ রাজ্যের মধ্যে একমাত্র রাজস্থানেই সুখবর রয়েছে বিজেপির জন্য। যদিও এই রাজ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরম অবস্থায় রয়েছে। ফলে শেষ মুহূর্তে এখানে বড় অঘটন ঘটলে আশ্চর্য হওয়ার কিছু নেই।

মাওবাদ সমস্যায় জর্জরিত ছত্তিশগড়ে ফের কংগ্রেসের ক্ষমতায় ফেরার ইঙ্গিত দিয়েছে ABP-C Voter সমীক্ষা। তবে লড়াই হতে পারে হাড্ডাহাড্ডি। ৯০ আসনের ছত্তিশগড়ে কংগ্রেস পেতে পারে ৪৫ থেকে ৫১ আসন। আর বিজেপির দখলে যেতে পারে ৩৯ থেকে ৪৫টি আসন। অন্যান্যরা পেতে পারে ২টি আসন।

এবিপি সি-ভোটারের সমীক্ষা অনুযায়ী তেলেঙ্গানায় (Telengana) এবার অঘটন ঘটাতে পারে কংগ্রেস। সেরাজ্যে বিআরএস-কংগ্রেস হাড্ডাহাড্ডি লড়াই। ১১৯ আসনের তেলেঙ্গানা বিধানসভায় কংগ্রেস পেতে পারে ৪৮-৬০টি আসন। কে চন্দ্রশেখর রাওয়ের বিআরএস পেতে পারে ৪৩-৫৫ আসন। যদিও এখানে বিজেপির অস্তিত্ব বড়ই কম, তবুও এখানে ৫-১১ টি আসন পেতে পারে বিজেপি।

সবশেষে মিজোরাম বিধানসভায় এবার ত্রিশঙ্কু হওয়ার ইঙ্গিত দিয়েছে জনমত সমীক্ষা। এই রাজ্যে ৪০ আসনের মধ্যে কংগ্রেসের দখলে যেতে পারে ১০-১৪ আসন। মিজো ন্যাশনাল ফ্রন্ট পেতে পারে ১৩-১৭ আসন। আর ZPM পেতে পারে ৯ থেকে ১৩ আসন। এখানে বিজেপির কোনও অস্তিত্বই নেই।

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version