Sunday, November 16, 2025

বিদেশি তহবিল লঙ্ঘনের অভিযোগে আরও বিপাকে অনলাইন সংবাদমাধ্যম নিউজ ক্লিক(News Click)। ঘটনার তদন্তে নেমে এবার নিউজক্লিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই(CBI)। চিন(China) সহ নানা বিদেশি সংস্থার থেকে টাকা নিয়ে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ উঠেছে নিউজ ক্লিকের বিরুদ্ধে। যার জেরে ইডির পর এবার এই সংস্থার বিরুদ্ধে তদন্তে নামল সিবিআই।

বুধবার কেন্দ্রীয় সংস্থার পক্ষ থেকে FIRটি দায়ের করা হয়। নিউজ ক্লিক সংবাদমাধ্যমটির বিরুদ্ধে বিদেশি তহবিল বিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। এর আগে, পোর্টাল সংবাদমাধ্যমটির প্রতিষ্ঠাতা ও সম্পাদক ধৃত প্রবীর পুরকায়স্থের বাসভবন এবং অফিসে তল্লাশি চালায় CBI আধিকারিকরা। এরপরেই FIRটি দায়ের করা হয়েছে। এপ্রসঙ্গে সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, “অভিযুক্ত এই বেসরকারি সংস্থাটি এফসিআরএ আইন লঙ্ঘন করে চারটি বিদেশি সংস্থার মাধ্যমে প্রায় ২৮.৪৬ কোটি টাকা নিয়েছে। পাশাপাশি আরও অভিযোগ উঠেছে ৯.৫৯ কোটি টাকা বিদেশি তহবিলের ভুয়ো রশিদ ছিল এই সংস্থার কাছে। যার জেরে এফআইআর দায়ের করা হয়েছে।”

প্রসঙ্গত, কয়েকদিন আগে নিউজ ক্লিক-এর দফতরে তল্লাশি চালায় EDর একটি দল। সংবাদমাধ্যমের কর্মচারী সহ ৫০টির বেশি স্থানে অনুসন্ধান চালানো হয়েছিল। এরপর গ্রেফতার করা হয় সংবাদমাধ্যমের প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থ এবং প্রবীণ সাংবাদিক অমিত চক্রবর্তীকে। দিল্লির একটি আদালত তাদের দশ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেয়। যদিও FIR দায়ের নিয়ে নিউজ ক্লিক সাংবাদমাধ্যমের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে, সংবাদমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে। দেশের সার্বভৌমত্বকে কোনও ভাবেই আঘাত করা হয়নি বলেও দাবি করেছে নিউজ ক্লিক ।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version