Wednesday, December 17, 2025

রাজস্থান কংগ্রেসে সন্ধির বার্তা! দায়িত্বে গেহলট, সহকারী পাইলট

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের আগে দ্বন্দ্ব সরিয়ে সন্ধির বার্তা রাজস্থান(Rajsthan) কংগ্রেস(Congress)। হাইকমান্ডের উদ্যোগে অশোক গেহলট(Ashok Gehlot) ও শচিন পাইলটের(Sachin Pilot) মধ্যে চলতে থাকা দ্বন্দ্ব মিটিয়ে দিল কংগ্রেস। জানা যাচ্ছে, নির্বাচন উপলক্ষ্যে প্রার্থী বাছাই, দলের প্রচার কৌশল বাছাই, সবটাই থাকছে গেহলটের নিয়ন্ত্রণে। এবং সচিন পাইলট থাকবেন তাঁর সহযোগী হিসেবে। কংগ্রেস সূত্রে জানা গিয়েছে এমনটাই।

শোনা যাচ্ছে, রাজস্থানে টিকিট বণ্টনের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে অশোক গেহলটকেই। ২০০ আসনের মধ্যে ১২০-১৩০টি আসনেই প্রার্থী নির্বাচনের ভার গেহলটের উপর। এই আসনগুলিতে তিনি কোনও নতুন মুখ চাইলে আনতে পারবেন, চাইলে বিধায়কদের আসন বদলে দিতে পারবেন, চাইলে বিধায়কদের বাদও দিতে পারবেন। বাকি ৭০-৮০টি আসনে প্রার্থী বাছবেন শচিন পাইলট-সহ অন্য নেতারা। অর্থাৎ প্রার্থী বাছাইয়ের অংশীদারীতে অনেকটাই পিছিয়ে পাইলট। যার অর্থ ফের কংগ্রেস সরকার গঠিত হলে বিধায়কদলে প্রাধান্য থাকবে গেহলট অনুগামীদেরই।

কংগ্রেস সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে চলতে থাকা দ্বন্দ্ব মিটিয়ে গেহলট ও পাইলট এখন একজোট। নিজেদের বিবাদ মিটিয়ে রাজ্যে বিজেপিকে (BJP) কীভাবে রুখে দেওয়া যায় সেই চেষ্টাই করছেন। তবে কংগ্রেসের তরফে এই দাবি করা হলেও, তাঁদের মধ্যে ঐক্য এখনও প্রকাশ্যে দেখা যায়নি। এখনও একসঙ্গে জনসভা করেননি পাইলট এবং গেহলট। কংগ্রেস চাইছে দ্রুত সেই কাজটা হয়ে যাক। অবশ্য ৫ বছর অন্তর সরকার বদল হয় রাজস্থানে। সেদিক থেকে এবার ক্ষমতায় আসার বিষয়ে আশাবাদী বিজেপি। তবে কংগ্রেসের দাবি অশোক গেহলট রাজস্থানে এখন অত্যন্ত জনপ্রিয় মুখ, ফলে রাজস্থানে সরকার বদলের চিরাচরিত রীতি বদলে যেতে চলেছে এবার।

spot_img

Related articles

ভারত- পাক সীমান্তে অনুপ্রবেশ কেন, বাংলা – বাংলাদেশ সীমান্তের কথা উঠতেই কেন্দ্রকে প্রশ্ন তৃণমূলের

সংসদের চলতি অধিবেশনে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের প্রসঙ্গে বাংলার তৃণমূল সরকারের (TMC Govt)দিকে দায় ঠেলতেই ভারত-পাক সীমান্ত নিয়ে কেন্দ্রের...

পাহাড়ে নিয়োগ মামলায় চাকরি বাতিল ৩১৩ শিক্ষকের

পাহাড়ে নিয়োগ মামলায় চাকরি হারালেন ৩১৩ জন শিক্ষক। বুধবার কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে...

যুবভারতীতে ভাঙচুরের ঘটনা: গ্রেফতার আরও এক হামলাকারী

লিওনেল মেসির যুবভারতীর কনসার্টে যে তাণ্ডবের ঘটনা ঘটে শনিবার, তার জেরে রাজ্য প্রশাসন ইতিমধ্যেই একাধিক বড় পদক্ষেপ নিয়েছে।...

যুবভারতী স্টেডিয়ামে SIT, শামিমরা ঘুরে দেখলেন ঘটনাস্থল

ঘটনাস্থল পরিদর্শন করল যুবভারতী স্টেডিয়ামে বিশৃঙ্খলার তদন্তে গড়া চার সদস্যের স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT)। মঙ্গলবারই রাজ্য পুলিশের (State...