Wednesday, August 20, 2025

যে কথা সেই কাজ! মহকুমা হচ্ছে ধূপগুড়ি, সিদ্ধান্তে সিলমোহর মন্ত্রিসভার বৈঠকে

Date:

মহকুমা হচ্ছে ধূপগুড়ি। বৃহস্পতিবার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বাসভবনে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তে সিলমোহর পড়ল। সিদ্ধান্ত হয়েছে ধূপগুড়ি ও বানারহাট নিয়ে আপাতত মহকুমা হিসেবে কাজ শুরু হবে। ধূপগুড়ি উপনির্বাচনের প্রচারে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) কথা দিয়েছিলেন চলতি বছরের ৩১ ডিসেম্বরের আগেই মহকুমা হবে ধূপগুড়ি (Dhupguri)। এই ঘোষণা যে শুধুই নির্বাচনী গিমিক নয় সেদিনই জোরের সঙ্গে বলেছিলেন অভিষেক। আনুষ্ঠানিকভাবে ধূপগুড়িকে মহকুমা করার জন্য প্রসাশনের সর্বোচ্চ স্তরে সিদ্ধান্ত গৃহীত হল।

এছাড়াও আরও একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিন। রাজ্য সরকার রাজবংশী, কামতাপুরি, সাঁওতালির মতো আঞ্চলিক ভাষার প্রচার ও প্রসারে রাজ্য জুড়ে আরও বেশি করে স্কুল তৈরি ও শিক্ষাকর্মী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, উত্তর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ১৯৮টি রাজবংশী, সাঁওতালি বিদ্যালয়ে পার্শ্বশিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের জন্য ৩৯৪টি নতুন পদ তৈরি করা হবে।

পাশাপাশি উত্তরবঙ্গের ধূপগুড়ি ও বানারহাট ব্লককে নিয়ে নতুন ধূপগুড়ি (Dhupguri) মহকুমা তৈরি হচ্ছে- জানান উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। সিকিমে মেঘভাঙা বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত কালিম্পং-এর অবস্থা সরেজমিনে খতিয়ে দেখতে উদ্বিগ্ন রাজ্য সরকার শ্রীকান্ত মাহাতো, সাবিনা ইয়াসমিন, সত্যজিৎ বর্মন ও গোলাম রাব্বানিকে সেখানে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। এই প্রতিনিধি দলটি তিন দিন সেখানে শিবির করে থেকে স্থানীয় এলাকা পরিদর্শন করে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা সমাধান করার চেষ্টা করবে। রংপোর কাছে যে ১৪ জনের মৃত্যু হয়েছে তাঁদের পরিবারকে তিন লক্ষ টাকা করে ক্ষতিপূরণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

Related articles

সুস্পষ্ট নিম্নচাপের জেরে বৃষ্টি বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে!

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ পূর্বাভাস মতোই স্থলভাগে প্রবেশ করতেই সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। যার প্রভাবে মঙ্গলবার থেকেই আবহাওয়ার পরিবর্তন...

সুখবর! ক্ষুদ্র শিল্প শ্রমিকদের জন্য বাড়ল বোনাস, চুক্তি স্বাক্ষর রাজ্যের

দুর্গাপুজোর আগে বিরাট সুখবর শোনাল রাজ্য সরকার (State Government)। রাজ্যের প্রায় দেড়শো স্পঞ্জ আয়রন, ফেরো অ্যালয় ও রোলিং...

বার্ষিক আয়-ব্যয়ের হিসেব মেলেনি! ২৩ পুরসভার বিরুদ্ধে কড়া রাজ্য

বার্ষিক আয়-ব্যয়ের হিসেব জমা না দেওয়ায় রাজ্যের ২৩ পুরসভার বিরুদ্ধে রাজ্য সরকার (State Government) কঠোর অবস্থান নিচ্ছে। পুর...

কীসের আক্রোশ গুজরাটের যুবকের? কেন মারলেন দিল্লির মুখ্যমন্ত্রীকে চড়

পশুপ্রেমী রাজেশ বেশ কিছুদিন ধরেই মানসিকভাবে অস্থির ছিলেন। গুজরাটের রাজকোট থেকে সোজা চলে আসেন দিল্লি। এরপরই বুধবার সকালে...
Exit mobile version