Sunday, May 4, 2025

উলট পুরাণ! যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবার ধর্ণায় উপাচার্য-সহ ইসি সদস্যরা

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) পড়ুয়াদের ধর্না, অনস্থান, বিক্ষোভ, আন্দোলন, মিছিল ছিল অত্যন্ত চেনা একটি বিষয়। কিন্তু এবার নজিরবিহীন ভাবে সেই পথেই হাঁটালেন উপাচার্য বুদ্ধদেব সাউ (VC Buddhadeb Shaw)। তাঁর সঙ্গে অরবিন্দ ভবনের বারান্দায় অবস্থান-এ বসেছেন সহ-উপাচার্য, রেজিস্ট্রার, একাধিক ডিন, বিভিন্ন বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্যরা। এক শ্রেণির পড়ুয়াদের অন্যায় দাবি ও ঘেরাওয়ে তিতিবিরক্ত উপাচার্য, রেজিস্টার সহ এক্সিকিউটি কাউন্সিলের সদস্যরা। পড়ুয়াদের এমন আচরণকে কার্যত ‘র‌্যাগিং’-এর তকমা দিয়ে অবস্থানে বসেছেন উপাচার্য। গতকাল, বুধবার রাত থেকেই তাঁরা অবস্থানে বসে রয়েছেন অরবিন্দ ভবনের সামনে।

জানা গিয়েছে, বুধবার ছিল এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক। সেখানে পড়ুয়ারা দাবি করেন, হস্টেলে কোন কোন পড়ুয়ারা থাকবে তা যখন নির্বাচন করা হবে তখন সেই নির্বাচন কমিটির মধ্যে হস্টেলের সদস্যদের রাখতে হবে। ইউনিয়নের সদস্য ছাড়াও হস্টেলের প্রতিটি ব্লকের একজন পড়ুয়াকে রাখতে হবে। এছাড়াও তাদের একাধিক দাবি ছিল। যা নিয়ে গতকাল মধ্যরাত পর্যন্ত পড়ুয়ারা ইসি বৈঠকের বাইরে ধর্নায় বসেছিল। ইসি সদস্যদের বক্তব্য, আগেরবারও প্রায় সারারাত তাদের আটকে রাখা হয়। আন্দোলনের চোটে বৈঠক শেষ করা যায়নি। এবারও প্রায় সেই একই ঘটনা। গতকাল পিওনদেরও ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয় বলে খবর। এরপরই এক্সিকিউটি কাউন্সিলের সদস্যরা সিদ্ধান্ত নেন, এভাবে চললে বিশ্ববিদ্যালয় চালানো মুশকিল। তাই তারা পাল্টা অন্য রাস্তায় হাঁটার সিদ্ধান্ত নেন।

এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্যদের দাবি, ছাত্রদের বহু দাবি মানা সম্ভব নয়। ওইদিন বৈঠকে পর বিষয়টি তারা পড়ুয়াদের তা জানিয়ে দেন। তার পরই অরবিন্দ ভবনের গাড়ি বারান্দায় বসে পড়েন তাঁরা। কারণ রাতভর আটকে রাখার মতো বিষয় মেনে নেওয়া যায় না।

উপাচার্য বুদ্ধদেব সাউ বলেন, “ইসি বৈঠক যেভাবে হওয়া উচিত সেভাবে করতে দেওয়া হচ্ছে না। এটা এক ধরনের র‌্যাগিং। পড়ুয়ারা কতগুলো দাবি নিয়ে এসেছিল। তাদের বক্তব্য সেইসব দাবির সমাধান এক্ষুনি করতে হবে। আমরা প্রথম তাদের ঢুকতে দিইনি। কারণ আগের বার ডেপুটেশন নিয়েই বৈঠক সাড়ে বারো ঘণ্টা হয়েছিল। গতকাল তিনটে থেকে বৈঠক শুরু হয়। তখনই ডেপুটেশনের জন্য হাজির হয় তারা। প্রথম আমরা তাদের না করি। তারপর তারা একপ্রকার জোর করেই বৈঠকে ঢোকে। এভাবে তো ইসি চালানো যায় না। ওদের বক্তব্য কেন তাদের বসিয়ে রাখা হয়েছে। এভাবে চললে ইসি বৈঠক করাই সম্ভব নয়। সদস্যদের আমি আসতে বলব কোন সাহসে?”

 

 

 

 

spot_img
spot_img

Related articles

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

৪ মে রবিবার ২০২৫১ গ্রাম        ১০ গ্রামপাকা সোনার বাট       ৯৩৯০ ₹    ৯৩৯০০...

আইরিশ গাল্রফ্রেন্ডের সঙ্গে নতুন পথ চলা শুরু শিখর ধওয়ানের

নতুন সম্পর্কের পথে চলা শুরু শিখর ধওয়ানের(Shikhar Dhawan)। হ্যাঁ কয়েকদিন আগে তিনি নিজেই সোশ্যাল মিডিয়াতে সেই কথা জানিয়ে...

রাষ্ট্রপতি শাসন! রাজ্যপালের সামশেরগঞ্জ-রিপোর্ট বিজেপি-কে খুশি করতে, তোপ তৃণমূলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে অশান্তির প্রায় একমাস পার। জনজীবন স্বাভাবিক করে স্থানীয় মানুষ নিত্যদিনের কাজ থেকে ব্যবসা বাণিজ্য স্বাভাবিক করেছে।...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৪ মে (রবিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...