Wednesday, August 20, 2025

আদানিদের বিরুদ্ধে নয়া অভিযোগের তদন্তে সেবি, সরব বিরোধীরা

Date:

দুঃসময় কাটছেই না মোদি ঘনিষ্ঠ গৌতম আদানিদের। হিন্ডেনবার্গ রিপোর্ট মামলা নিয়ে সুপ্রিম কোর্টে শুনানির আগে আদানিদের বিরুদ্ধে নয়া মামলার তদন্ত শুরু করেছে সিক্যুরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI)। রয়টার্স সূত্রে খবর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসের এক সংস্থার সঙ্গে সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে আদানির সংস্থার বিরুদ্ধে। তবে আদানি গোষ্ঠীর তরফে দাবি করা হয়েছে, বিদেশি শক্তি অসৎ উদ্দেশ্যে তাদেরকে বদনাম করার চেষ্টা করছে।

ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসের তহবিলটির নাম গাল্ফ এশিয়া ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট। সূত্রের খবর, গাল্ফ এশিয়া ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টের সঙ্গে আদানিদের কী সম্পর্ক তা নিয়ে তদন্ত করছে সেবি। এই সংস্থারই মালিক দুবাইয়ের ব্যবসায়ী নাসের আলি শাবান আহলির সঙ্গে শিল্পপতি গৌতম আদানির দাদা বিনোদ আদানির সম্পর্ক রয়েছে বলে খবর।

আদানিদের নিয়ে একটি রিপোর্ট প্রকাশ্যে এনেছে অর্গানাইজড ক্রাইম অ্যান্ড কোরাপশন রিপোর্টিং প্রোজেক্ট। সেই রিপোর্টে দাবি করা হয়েছে, গত কয়েক বছরে একাধিক অনথিভুক্ত সংস্থার সঙ্গে আদানিদের লেনদেন খুবই সন্দেহজনক। একইসঙ্গে বহু লেনদেন নিয়মবিরুদ্ধ হতে পারে। মরিশাসের বিভিন্ন সংস্থা নাকি আদানি গোষ্ঠীর শেয়ার সন্দেহজনকভাবে বিনিয়োগ করেছে। যদিও এর তদন্ত করবে সেবি। তবে বিরোধী দলগুলি ব্যাপক খোঁচা দিচ্ছে আদানই গোষ্ঠীকে। কংগ্রেস নেতা জয়রাম রমেশ কটাক্ষ করে জানিয়েছেন,”অনিয়মের পর অনিয়মের অভিযোগ উঠছে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে। তাই বাঁচার জন্য আদানিরা এখন দেশপ্রেমকে হাতিয়ার করতে চাইছে।”

Related articles

টার্গেট বিরোধী মুখ্যমন্ত্রীরা! নয়া সংশোধনী বিল আনছে কেন্দ্র

ভোটের ময়দানে পরাস্ত করতে না পেরে এবার ঘুরপথে বিজেপি বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীদের টার্গেট করতে চলেছে কেন্দ্র সরকার (Central...

ডুরান্ড সেমিতে আজ ডায়মন্ড বাহিনীর অঘটন নাকি লাল-হলুদ মশাল!

বুধের ময়দানে মেগা ম্যাচ। অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon) নাকি কিবু ভিকুনা (Kibu Vicuna), যুবভারতীর মাঠ আজ কার দাপট...

কেন্দ্রের তিন সংশোধনী বিলের বিরোধিতায় আজ সকাল দশটায় বৈঠক ইন্ডিয়া ব্লকের

বুধবারই লোকসভায় (Loksabha) তিনটি গুরুত্বপূর্ণ বিল আনতে চলেছে কেন্দ্র সরকার। আজই কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন (সংশোধনী) বিল ২০২৫, সংবিধান...

মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে দু’ঘণ্টা ধরে আটকে ৪০০ যাত্রী!

মঙ্গলের সন্ধ্যায় মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে মাঝপথে থেমে গেল ট্রেন (Mumbai Monorail breaks down)। দু'ঘণ্টা ধরে আটকে রইলেন প্রায়...
Exit mobile version