Saturday, August 23, 2025

বিশ্ব ক্ষুধা সূচকের ভ.য়ঙ্কর ছবি প্রকাশ্যে! পাকিস্তান-শ্রীলঙ্কার থেকেও খারাপ হাল মোদির ভারতের

Date:

মুখেই আচ্ছে দিনের বুলি। কিন্তু আসলে তা আচ্ছে না বুরা, মোদি সরকারের আসল উন্নয়নের ছবি প্রকাশ্যে এল। এবার ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছল ভারতের ক্ষুধার মাত্রা। চলতি বছর অর্থাৎ ২০২৩ সালের বিশ্ব ক্ষুধা সূচকে (Global Hunger Index 2023) ১২৫ দেশের মধ্যে ১১১ নম্বরে জায়গা পেল ভারত (India)। ২০২২ সাল অর্থাৎ গত বছরে ভারত ছিল ১০৭তম স্থানে। বৃহস্পতিবার এই সূচক প্রকাশ করা হয়েছে। সেখানে ভারত পেয়েছে মাত্র ২৮.৭ পয়েন্ট। তবে ভারতের থেকে প্রায় সকল প্রতিবেশি দেশই এই সূচকে আগে জায়গা করে নিয়েছে। অন্যদিকে, চরম আর্থিক দুর্দশায় ধুকতে থাকা পাকিস্তান (Pakistan) ও ১০২ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে। পাশাপাশি শ্রীলঙ্কা (Sri Lanka) আছে ৬০তম স্থানে। এছাড়া, বাংলাদেশ আছে ৮১তম স্থানে আর নেপাল আছে ৬৯তম স্থানে।

ক্ষুধা সূচকের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে অপুষ্টির হার ১৬.৬ শতাংশ। তবে এই সুচক মানতে নারাজ কেন্দ্রের মোদি সরকার। কেন্দ্রের দাবি, ক্ষুধা পরিমাপের প্রক্রিয়াতেই নাকি ত্রুটি রয়েছে। তবে দেশের এমন ভয়ঙ্কর অবস্থা সামনে আসতেই চব্বিশের নির্বাচনের আগে বেকায়দায় পড়েছে গেরুয়া শিবির। বিরোধীদের অভিযোগ, দেশকে ‘সর্বনাশের’ মুখে ঠেলে দিচ্ছে মোদি সরকার। সাধারণ মানুষের হকের টাকা আটকে রাখা হচ্ছে। সেকারণে দুবেলা খাবার জোগাড় করতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে দেশবাসীকে।

তবে বিশ্ব ক্ষুধা সূচকে দক্ষিণ এশিয়া এবং সাহারার দক্ষিণের আফ্রিকার দেশগুলির থেকে ভাল ফল করেছে। এই দুটি এলাকারই স্কোর ২৭। ক্ষুধা সূচকের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে অপুষ্টির হার ১৬.৬ শতাংশ। অনূর্ধ্ব-পাঁচ বছরের শিশুদের মধ্যে মৃত্যুর হার ৩.১ শতাংশ। ১৫ থেকে ২৪ বছর বয়সী মহিলাদের মধ্যে রক্তাল্পতার প্রবণতা ৫৮.১ শতাংশ। পাশাপাশি সূচক অনুযায়ী, শিশুদের উচ্চতার সঙ্গে ওজনের অনুপাতে বিশ্বের মধ্যে সবথেকে পিছিয়ে আছে ভারত। মাত্র ১৮.৭ শতাংশ। তবে, কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের সাফাই, এই সূচকের ফলাফলগুলি কিছুতেই মেনে নেওয়া যায় না। মন্ত্রকের দাবি, এই সূচক তৈরির ক্ষেত্রে পদ্ধতিগত সমস্যা রয়েছে।

 

 

 

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version