Thursday, November 13, 2025

‘সুবিচার’-এর আশায় সুপ্রিম দ্বারস্থ! কলকাতায় ফিরলেন কামদুনির নির্যা.তিতার পরিবার

Date:

‘সুবিচারের’ আশায় দিল্লি (Delhi) গিয়েছিলেন। শনিবার দিল্লি থেকে কলকাতায় (Kolkata) ফিরলেন কামদুনির (Kamduni) প্রতিবাদীরা। এদিন সকালে কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) নামেন তাঁরা। কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে (Supreme court of India) রাজ্য যে মামলা করেছে তাতে পার্টি হয়েছেন কামদুনির প্রতিবাদীরা। পাশাপাশি দেশের সর্বোচ্চ আদালতে, পৃথক একটি মামলা দায়ের করেছেন তাঁরা। সুপ্রিম কোর্টে বিচার পাওয়ার বিষয়ে আশাবাদী কামদুনির প্রতিবাদীরা। তবে কামদুনি কাণ্ডে ইতিমধ্যে রাজনীতি করতে মাঠে নেমে পড়েছে পদ্মশিবির (BJP)। যেখানে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য সুপ্রিম কোর্টে এই নিয়ে মামলা করেছে এবং একদফা শুনানিও হয়েছে, সেখানে দাঁড়িয়ে মৌসুমী-টুম্পাদের আবেগ নিয়ে সস্তার রাজনীতি করার অভিযোগ পদ্ম শিবিরের বিরুদ্ধে। গত বুধবারই বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা-সহ নির্যাতিতার পরিবারের সদস্যদের নিয়ে দিল্লি রওনা দেয় বঙ্গ বিজেপি নেতৃত্ব। শনিবার মৌসুমী-টুম্পাদের সঙ্গে নিয়ে কলকাতায় ফিরলেন বিজেপি নেতা শঙ্কুদেব।

উল্লেখ্য, ২০১৩ সালের কামদুনি গণধর্ষণ-খুনের মামলায় গত ৬ অক্টোবর রায় ঘোষণা করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আনসার আলি ও সইফুল আলির ফাঁসির সাজা রদ করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়।পাশাপাশি ডিভিশন বেঞ্চেরই রায়ে আমিন, আমিনুর, ইমানুল ও ভোলানাথ মুক্তি পেতে চলেছে বলে জানা যায়। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সেই আবহে কামদুনিতে গিয়ে রাজনৈতিক স্বার্থ চরিতার্থতার কারণে নির্যাতিতার পরিবারের আবেগ নিয়ে সস্তার নাটক করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলে অভিযোগ। যেখানে রাজ্য সরকার নিজে বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখছে সেখানে নতুন করে নির্যাতিতার পরিবারকে উসকে দিয়ে সুপ্রিম কোর্টে মামলা সংক্রান্ত পদক্ষেপে বিজেপির যে উৎসাহ দেখা যাচ্ছে, তাতে ঘৃণ্য রাজনীতির ছবিটাই স্পষ্ট হচ্ছে।

 

 

 

 

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version