Thursday, August 28, 2025

দক্ষিণেশ্বর ডোমেস্টিক এরিয়ার ৭৫ বছরের পুজোর ‘অন্তরালে’ অভিনব ভাবনা নজর কাড়বে

Date:

চন্দন বন্দ্যোপাধ্যায়

বেশ কয়েক বছর ধরে কলকাতার নামীদামি পুজোগুলির সঙ্গে পাল্লা দিয়ে জনপ্রিয়তা লাভ করেছে বেলঘরিয়া, দক্ষিণেশ্বর এলাকার বিভিন্ন পুজো। কখনও অভিনব থিম-ভাবনা, কখনও সাবেকিয়ানার ঘেরাটোপে ভিড় টেনেছে উত্তর শহরতলির বেশ কিছু পুজো। এবারও চলছে তার প্রস্তুতি। মণ্ডপে মণ্ডপে প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। দর্শকদের মন জয় করতে চেষ্টার ত্রুটি রাখছেন না কেউ।

দক্ষিণেশ্বর ডোমেস্টিক এরিয়া দুর্গাপুজো-কালীপুজো কমিটির এবারের থিম ‘অন্তরালে’। উদ্যোক্তারা জানিয়েছেন, ‘এবার তাদের পুজো ৭৫ বছরে পড়ল। এই পুজো আয়োজনের পিছনে যাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাঁদের সেসব কাজকর্ম মণ্ডপসজ্জায় ফুটিয়ে তোলা হচ্ছে। পুজোর সঙ্গে বহু বছর ধরে জড়িয়ে রয়েছেন যাঁরা, তাঁদের এবার সংবর্ধিত করা হবে। আর যাঁরা ইতিমধ্যে প্রয়াত, তাঁদের উদ্দেশে মহালয়ার দিন সকালে গঙ্গায় ৭৫টি প্রদীপ ভাসিয়ে স্মরণ করবেন বর্তমান উদ্যোক্তারা।বৃহস্পতিবার এই পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তারা আরও জানান, প্রতিবছর রথের শুভ দিনে খুঁটি পুজোর আয়োজন করা হয়। আসলে পুজোর আয়োজনের জন্য একটি কমিটি আছে ঠিকই, তবে ডোমেস্টিক এরিয়ার এই পুজো  একান্নবর্তী পরিবারের মতো। ডোমেস্টিক এরিয়া দুর্গাপুজো ও কালীপুজো কমিটি এবারের থিম হিসেবে তাই বেছে নিয়েছেন ‘অন্তরালে’। কলকাতা পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অয়ন চক্রবর্তী বলেন, এবারের পুজো হচ্ছে প্রবীণদের উৎসর্গ করে।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version