পুজোয় ভাসবে কি বাংলা? মহালয়ার কয়েক ঘণ্টা আগে আবহাওয়ার বদল!

হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পুজোর কদিন উত্তরবঙ্গে আবহাওয়া শুষ্ক থাকবে বলেই পূর্বাভাস।

রাত পোহালেই মহালয়া (Mahalaya)। আপাতত ঝলমলে আকাশের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস (Weather Department)। তাই পিতৃপক্ষের শেষ দিনে বৃষ্টি হবে না। ভোর রাত থেকে তর্পণ শুরু হবে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী, ২৬ আশ্বিন (শুক্রবার, ১৩ অক্টোবর) রাত ৯ টা ৫২ মিনিট থেকে অমাবস্যা শুরু হচ্ছে। ২৭ আশ্বিন (শনিবার, ১৪ অক্টোবর) রাত ১১ টা ২৫ মিনিট পর্যন্ত অমাবস্যা থাকবে। গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী, ২৫ আশ্বিন (শুক্রবার, ১৩ অক্টোবর) রাত ৯ টা ২৬ মিনিট ১০ সেকেন্ড থেকে অমাবস্যা শুরু হচ্ছে। ২৬ আশ্বিন (শনিবার, ১৪ অক্টোবর) রাত ১০টা ৪৯ মিনিট ৪৪ সেকেন্ড পর্যন্ত অমাবস্যা থাকবে। তাই কাল সারাদিন গঙ্গার ঘাটে ঘাটে ভিড় লেগেই থাকবে। মেঘলা আকাশ বা বৃষ্টির জন্য খুব একটা চিন্তা করতে হবে না বলছেন হাওয়া অফিসের কর্তারা। তবে কেমন কাটবে পুজো সেটা নিয়ে এখনই নিশ্চিন্ত হওয়ার উপায় নেই। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং হিমালয় সংলগ্ন পার্বত্য পশ্চিমবঙ্গের কিছু অংশ থেকে বিদায় নিল বর্ষা। যদিও পুজোর দিনে বৃষ্টির উঁকি ঝুঁকি থাকবে।

হাওয়া অফিস বলছে মহালয়ার পর থেকে আকাশ মোটামুটি পরিষ্কারই থাকবে বলে পূর্বাভাস। আগামী ১৭ থেকে ২০ অক্টোবর অর্থাৎ ষষ্ঠী পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আংশিক মেঘলা আকাশ থাকবে। সপ্তমী এবং অষ্টমীতে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই। তবে নবমী এবং দশমীতে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা ভাসতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পুজোর কদিন উত্তরবঙ্গে আবহাওয়া শুষ্ক থাকবে বলেই পূর্বাভাস।

Previous articleনা.মাজ চলাকালীন ভয়া.বহ বি.স্ফোরণ আফগানিস্তানে, বহু মৃ.ত্যুর আ.শঙ্কা
Next articleআগামিকাল ভারত-পাক মহারণ, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে নামার আগে কী বললেন বাবর আজম?