Sunday, May 4, 2025

যারা বলেছিল দুর্গাপুজো হয় না, তারাই বাংলার পুজো উদ্বোধনে: শাহকে কটাক্ষ অভিষেকের

Date:

একটা সময়ে বাংলায় বিভাজনের রাজনীতি করতে বর্তমান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিযোগ তুলেছিলেন, বাংলায় নাকি দুর্গাপুজো হয় না। তাঁর সে দাবি যে সর্বৈব মিথ্যা ছিল তা প্রমাণ হয়ে গিয়েছে আগেই। আগামী ১৬ অক্টোবর শহরে এক পুজো উদ্বোধন করতে আসছেন তিনি। আর সেই ইস্যুতেই নাম না করে অমিত শাহকে কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জাগো বাংলার শারদ সংখ্যা প্রকাশ অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হয়ে তিনি জানালেন, “যারা বলেছিল বাংলার দুর্গাপুজো হয় না, তারাই পুজো উদ্বোধন করতে বাংলায় আসছে। এটাই বাংলার দুর্গাপুজোর ঐতিহ্যের জয়।”

শনিবার জাগো বাংলার শারদ সংখ্যা প্রকাশ অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আগে পুজো ৪ দিনে সীমাবদ্ধ থাকত। তবে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর জানান, পুজো যার যার উৎসব সবার। এখন মানুষ যে কোনও উৎসবে সামিল হয়ে আনন্দ উপভোগ করে।” এর পরই নাম না করে অমিত শাহ তথা বিজেপিকে আক্রমণ শানিয়ে অভিষেক বলেন, “যারা বলেছিল বাংলার দুর্গাপুজো হয় না, তারাই পুজো উদ্বোধন করতে বাংলায় আসছে। এটাই বাংলার দুর্গাপুজোর ঐতিহ্যের জয়। এই সময়ে আমার মায়ের কাছে প্রার্থনা অশুভ শক্তির বিনাশ হোক ও শুভ শক্তির উদয় হোক।” রাজ্যবাসীকে বার্তা দিয়ে অভিষেক এদিন আরও বলেন, “পুজোর এই কটা দিন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আনন্দ করুন। আপনার আনন্দ অন্যদের নিরানন্দের কারণ না হয়। মুছে যাক গ্লানি শোক, সত্যের জয়ধ্বনি কল্লোলিত হোক।” এর পাশাপাশি দলের মুখপত্র জাগো বাংলার প্রশংসা করে অভিষেক বলেন, “পাঠকদের ভালোবাসা ছাড়া সম্পন্ন হত না জাগো বাংলার সাপ্তাহিক থেকে দৈনিকের এই সফর। আমরা এখনও পর্যন্ত কারও থেকে ১০ পয়সা সাহায্য নিইনি। ভারতবর্ষের এমন কোনও সংবাদপত্র নেই যারা এক পয়সা বিজ্ঞাপন না নিয়ে কাজ করে।”

উল্লেখ্য, একটা সময়ে বাংলার দুর্গাপুজো নিয়ে নোংরা রাজনীতিতে নেমেছিল বিজেপি। খোদ অমিত শাহ অভিযোগ তুলেছিলেন বাংলায় দুর্গাপুজো হয় না। তাঁর সুরে সুর মেলাতে দেখা গিয়েছিল বিজেপির অন্যান্য নেতাদের। যদিও বিজেপির সেই রাজনীতি বাংলার মানুষ মেনে নেয়নি। এরপর বিজেপির মুখে ঝামা ঘষে ইউনেস্কোর হেরিটেজ তকমা আদায় করে নিয়েছে বাংলার দুর্গাপুজো। শহরেরই এক পুজো উদ্বোধন করতে ১৬ অক্টোবর আসছেন খোদ অমিত শাহ। শাহদের সেই দ্বিমুখী চরিত্রের কথা স্মরণ করিয়ে নাম না করে তাঁকে কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Related articles

কাশ্মীরের রমবানে খাদে সেনার গাড়ি, মৃত্যু ৩ জওয়ানের

ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধ জিগিরের মাঝেই ফের বিপর্যয় ভারতীয় সেনায় (Indian Army)। কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল তিন সেনা...

১৫ দিনে দ্বিতীয়বার! খড়গপুর আইআইটি-তে উদ্ধার ছাত্রের ঝুলন্ত দেহ

খড়গপুর আইআইটি-র হস্টেল থেকে মিলল আরও এক পড়ুয়ার ঝুলন্ত দেহ। মাত্র চার মাসের ব্যবধানে এই নিয়ে তৃতীয় মৃত্যু...

প্রয়াত ১২৯ বছর বয়সী দেশের প্রবীণতম ‘যোগী’ স্বামী শিবানন্দ বাবা

যোগেই (Yoga) রোগ মুক্তির কথা বলেছিলেন তিনি। জীবন দর্শনকে জীবনশৈলীতে বাস্তবায়িত করে দেখিয়েছেন। এবার শেষ হলো পথ চলা।...

অবশ্যই যেতে হবে: দিলীপের পথে জগন্নাথ মন্দিরের প্রশংসায় আরও এক বিজেপি সাংসদ

বাংলায় জগন্নাথ মন্দির (Jagannath Temple) প্রতিষ্ঠা নিয়ে রাজনীতির খেলায় বঙ্গ বিজেপি। দিলীপ ঘোষের সেই মন্দির প্রতিষ্ঠায় যাওয়া নিয়েও...
Exit mobile version