Thursday, August 21, 2025

যারা বলেছিল দুর্গাপুজো হয় না, তারাই বাংলার পুজো উদ্বোধনে: শাহকে কটাক্ষ অভিষেকের

Date:

একটা সময়ে বাংলায় বিভাজনের রাজনীতি করতে বর্তমান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিযোগ তুলেছিলেন, বাংলায় নাকি দুর্গাপুজো হয় না। তাঁর সে দাবি যে সর্বৈব মিথ্যা ছিল তা প্রমাণ হয়ে গিয়েছে আগেই। আগামী ১৬ অক্টোবর শহরে এক পুজো উদ্বোধন করতে আসছেন তিনি। আর সেই ইস্যুতেই নাম না করে অমিত শাহকে কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জাগো বাংলার শারদ সংখ্যা প্রকাশ অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হয়ে তিনি জানালেন, “যারা বলেছিল বাংলার দুর্গাপুজো হয় না, তারাই পুজো উদ্বোধন করতে বাংলায় আসছে। এটাই বাংলার দুর্গাপুজোর ঐতিহ্যের জয়।”

শনিবার জাগো বাংলার শারদ সংখ্যা প্রকাশ অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আগে পুজো ৪ দিনে সীমাবদ্ধ থাকত। তবে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর জানান, পুজো যার যার উৎসব সবার। এখন মানুষ যে কোনও উৎসবে সামিল হয়ে আনন্দ উপভোগ করে।” এর পরই নাম না করে অমিত শাহ তথা বিজেপিকে আক্রমণ শানিয়ে অভিষেক বলেন, “যারা বলেছিল বাংলার দুর্গাপুজো হয় না, তারাই পুজো উদ্বোধন করতে বাংলায় আসছে। এটাই বাংলার দুর্গাপুজোর ঐতিহ্যের জয়। এই সময়ে আমার মায়ের কাছে প্রার্থনা অশুভ শক্তির বিনাশ হোক ও শুভ শক্তির উদয় হোক।” রাজ্যবাসীকে বার্তা দিয়ে অভিষেক এদিন আরও বলেন, “পুজোর এই কটা দিন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আনন্দ করুন। আপনার আনন্দ অন্যদের নিরানন্দের কারণ না হয়। মুছে যাক গ্লানি শোক, সত্যের জয়ধ্বনি কল্লোলিত হোক।” এর পাশাপাশি দলের মুখপত্র জাগো বাংলার প্রশংসা করে অভিষেক বলেন, “পাঠকদের ভালোবাসা ছাড়া সম্পন্ন হত না জাগো বাংলার সাপ্তাহিক থেকে দৈনিকের এই সফর। আমরা এখনও পর্যন্ত কারও থেকে ১০ পয়সা সাহায্য নিইনি। ভারতবর্ষের এমন কোনও সংবাদপত্র নেই যারা এক পয়সা বিজ্ঞাপন না নিয়ে কাজ করে।”

উল্লেখ্য, একটা সময়ে বাংলার দুর্গাপুজো নিয়ে নোংরা রাজনীতিতে নেমেছিল বিজেপি। খোদ অমিত শাহ অভিযোগ তুলেছিলেন বাংলায় দুর্গাপুজো হয় না। তাঁর সুরে সুর মেলাতে দেখা গিয়েছিল বিজেপির অন্যান্য নেতাদের। যদিও বিজেপির সেই রাজনীতি বাংলার মানুষ মেনে নেয়নি। এরপর বিজেপির মুখে ঝামা ঘষে ইউনেস্কোর হেরিটেজ তকমা আদায় করে নিয়েছে বাংলার দুর্গাপুজো। শহরেরই এক পুজো উদ্বোধন করতে ১৬ অক্টোবর আসছেন খোদ অমিত শাহ। শাহদের সেই দ্বিমুখী চরিত্রের কথা স্মরণ করিয়ে নাম না করে তাঁকে কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version