Thursday, August 21, 2025

পাসপোর্ট জালি.য়াতির অভি.যোগ, মহালয়ার সকালে বাংলা-সিকিম জুড়ে CBI অভিযান!

Date:

মহালয়ার সকালে বাংলা সিকিম জুড়ে প্রায় পঞ্চাশ জায়গায় তল্লাশি অভিযান সিবিআই (CBI)- এর। ভুয়ো নথির উপর ভিত্তি করে জাল পাসপোর্ট তৈরির চক্র ধরতে কেন্দ্রীয় এজেন্সির এই তৎপরতা বলে জানা যাচ্ছে। ভিন রাজ্যের এক মামলার উপর ভিত্তি করে এই অভিযান চালাচ্ছেন CBI আধিকারিকরা।

ভুয়ো নথির উপর ভিত্তি করে পাসপোর্ট তৈরির অভিযোগ সম্প্রতি ২৪ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে সিবিআই। সেই সূত্র এবং তথ্যের উপর ভিত্তি করে শুক্রবার সন্ধ্যা থেকেই তৎপর কেন্দ্রীয় এজেন্সি। গতকালই বাংলা ও সিকিমের একাধিক জায়গায় হানা দেন তদন্তকারীরা। আজ সকালেও চলছে সেই অভিযান। শিলিগুড়ি, গ্যাংটক-সহ মোট ৫০ জায়গায় পৌঁছে গেছেন অফিসারেরা। পাশাপাশি দক্ষিণবঙ্গের দিকেও নজরদারি চলছে।মহালয়ার সকালে হাওড়ার উলুবেড়িয়া ১ ব্লকের মহিষালি গ্রামের বাসিন্দা শেখ শাহানুর নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে তাঁকে আটক করা হয়। ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ধৃতদের মধ্যে একজন মিডলম্যান (দীপু ছেত্রী)হিসেবে এবং অন্যজন পাসপোর্ট সেবা কেন্দ্রের সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট (গৌতমকুমার সাহা) হিসেবে কাজ করতেন। আর সেখান থেকেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য! তদন্তে নেমে আধিকারিকরা জানতে পারছেন ঘুষের টাকা পৌঁছে দিলেই হাতে এসে যেত ভুয়ো নথির ভিত্তিতে জাল পাসপোর্ট। এই চক্র অনেকদূর পর্যন্ত বিস্তৃত বলে প্রাথমিক অনুমান গোয়েন্দাদের।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version