Thursday, August 21, 2025

নিয়োগ মামলার তদন্তে পার্থ চট্টোপাধ্যায়কে জেলে গিয়ে জেরা করল সিবিআই। শুক্রবার প্রেসিডেন্সি গিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে প্রায় ৩ ঘণ্টা জেরা করেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা। সিবিআই সূত্রের খবর, তদন্তে উঠে আসা নতুন তথ্যে পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য জানতে এদিন জেলে গিয়েছিলেন তাঁরা।

গত বুধবার আদালতে পার্থ চট্টোপাধ্যায়কে জেলে গিয়ে জেরার আবেদন জানিয়েছিল সিবিআই। সেই আবেদন মঞ্জুর করেন সিবিআই আদালতের নবনিযুক্ত বিচারক। এর পর শুক্রবার সকাল ১০.৩০ মিনিট নাগাদ প্রেসিডেন্সি জেলে পৌঁছন সিবিআইয়ের ২ গোয়েন্দা। প্রায় ৩ ঘণ্টা পার্থবাবুকে জেরা করেন তাঁরা।

সিবিআই সূত্রে খবর, তদন্তে বেশ কিছু নতুন তথ্য উঠে এসেছে। খোঁজ পাওয়া গিয়েছে বেশ কিছু নতুন সম্পত্তির। সেব্যাপারে পার্থ চট্টোপাধ্যায়কে নানা প্রশ্ন করেন তাঁরা। সিবিআই সূত্রে আরও জানা গিয়েছে, অবসরের বয়স বৃদ্ধি নিয়েও দুর্নীতির সন্ধান পেয়েছেন গোয়েন্দারা। সেব্যাপারেও প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছেন তাঁরা।

২০২২ সালের ২৩ জুলাই গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়। তার পর থেকে প্রেসিডেন্সি জেলে রয়েছেন তিনি। সম্প্রতি জেল কর্তৃপক্ষের কাছে সর্বক্ষণের সহায়ক চেয়ে আবেদন করেছিলেন পার্থবাবু। কিন্তু পার্থবাবুর স্বাস্থ্যপরীক্ষার পর সেই আবেদন খারিজ করেছে জেল কর্তৃপক্ষ। পার্থ চট্টোপাধ্যায়কে ২৫ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে আদালত।

 

Related articles

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...
Exit mobile version