অলিম্পিক আয়োজন ১৪০ কোটি ভারতীয়ের স্বপ্ন, ২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজনে সর্বতোভাবে ঝাঁপাবে ভারত। শনিবার মুম্বইয়ে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সেশনে যোগ দিয়ে ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ১৪১ তম অধিবেশনে শনিবার প্রধানমন্ত্রী মোদি বলেন, “অনেক ভারতীয় ক্রীড়াবিদ গত অলিম্পিকে ভাল পারফর্ম করেছে। সদ্য সমাপ্ত এশিয়ান গেমসে ঐতিহাসিক পারফরম্যান্স দেখিয়েছে ভারত। ভারত ২০৩৬ সালের অলিম্পিক গেমস আয়োজন করার জন্য দাবি জানাবে এবং দক্ষতার সঙ্গে আয়োজন করবে। অলিম্পিকের আয়োজন ভারতীয়দের জন্য একটি স্বপ্নের মতো এবং ভারত অলিম্পিক আয়োজনের জন্য খুবই আগ্রহী।” পাশাপাশি প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, “ভারতও ২০২৯ সালে যুব অলিম্পিক আয়োজনে আগ্রহী ভারত বলে এদিন জানান প্রধানমন্ত্রী।

আরও পড়ুন- “ভুলত্রুটি শুধরে দেন অভিষেক”! উৎসব সংখ্যা প্রকাশে জাগো বাংলার অভিজ্ঞতা শোনালেন কুণাল
