Sunday, January 11, 2026

উৎসব শুরুর আগেই অন্ধকার! মহালয়ার সকালে তর্পণে গিয়ে রাজ্যের একাধিক প্রান্তে দু.র্ঘটনা

Date:

Share post:

পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা। শনিবার মহালয়া (Mahalaya), এদিন সকাল থেকেই ঘাটে ঘাটে তর্পণের (Tarpan) ভিড়। যুগ যুগ ধরে হিন্দু শাস্ত্রে এই প্রথা চলে আসছে। একদিকে শাস্ত্রের মাহাত্ম্য অন্যদিকে পুজোর আমেজ। সব মিলিয়ে এদিন থেকেই বাঙালির শ্রেষ্ঠ উৎসবের ঢাকে কাঠি পড়ে গেল। আর এদিন মহালয়ায় তর্পণ করতে গিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দুর্ঘটনার ছবি সামনে আসতে শুরু করে।

স্থানীয় সূত্রে খবর, পশ্চিম বর্ধমানের (West Burdwan) কাঁকসার শিবপুরে অজয়ের ঘাটে তর্পণ করতে নেমেছিলেন ৬৫ বছরের শ্রীধর চট্টোপাধ্যায়। জলের গভীরতা বুঝতে না পেরে আচমকাই তলিয়ে যান তিনি। একঘণ্টা পর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে প্রৌঢ়কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এদিন প্রতিবেশীদের সঙ্গে অজয় নদে তর্পন করতে নামেন ওই প্রৌঢ়। জলের গভীরতা  বুঝতে না পেরেই তলিয়ে যান ওই তিনি। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ। এরপর প্রৌঢ়কে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতলে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, এদিন সকালে হিন্দমোটরেও (Hindmotor) সেই একই ছবি। এদিন সকালে তর্পণের সময় আচমকাই জোয়ার আসার কারণে গঙ্গায় তলিয়ে যান ৫ জন। পরে ২ জনকে স্থানীয়রা উদ্ধার করলেও বাকি ৩ জনের এখনও খোঁজ পাওয়া যায়নি। ঘটনাস্থলে হাজির চন্দননগর কমিশনারেটের উচ্চপদস্থ কর্তারা। পাশাপাশি এদিন বেলুড় (Belur) নেতাজি নগরের বাসিন্দা বছর তিপ্পান্নর সত্যবালা ঘোষ পালঘাটে স্নান করতে নামেন। আচমকা জোয়ার আসায় ডুবে যান তিনি। বেশ কিছুক্ষণ পর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান।

অন্যদিকে, মহালয়ার দিন সকালে স্ত্রীকে নিয়ে তর্পণ করতে গিয়ে উত্তর চব্বিশ পরগণার পানিহাটির গিরিবালা ঘাটে তলিয়ে যান মধ্যমগ্রামের বাসিন্দা শেখর মণ্ডল। সেই সময় গঙ্গার পাড়ে বসেছিলেন তাঁর স্ত্রী মহুয়া মণ্ডল। গঙ্গায় ডুব দিয়ে হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপরই আচমকাই গঙ্গায় তলিয়ে যান তিনি। এরপরই স্থানীয় বেশ কয়েকজন যুবক গঙ্গায় নেমে খোঁজাখুঁজি শুরু করেন। খবর দেওয়া হয় খড়দহ থানায়। গিরিবালা ঘাটে বৃদ্ধের খোঁজে নামানো হয়েছে ডুবুরি। এদিকে, উত্তরপাড়ার বি বি স্ট্রিটে তর্পণ করতে এসে গঙ্গায় তলিয়ে গেলেন অন্তত ৭ জন। তাঁদের মধ্যে তিনজনকে উদ্ধার করা গেলেও বাকিদের খোঁজে জারি রয়েছে তল্লাশি।

 

 

 

 

spot_img

Related articles

আর কতদিন BLO-দের মোমবাতি মিছিল: জবাব চেয়ে নির্বাচন কমিশন দফতরের বাইরে বিক্ষোভ

একের পর এক মৃত্যু অব্যাহত। কেউ কাজের চাপে অসুস্থ হয়ে মারা যাচ্ছেন। কেউ আত্মঘাতী হতে বাধ্য হচ্ছেন। অথচ...

দুই মলাটে অলোকের আত্মজীবনী, উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাঁট

প্রকাশিত হল  প্রাক্তন ফুটবলার আলোক মুখোপাধ্যায়ের(Alok Mukherjee) আত্মজীবনী 'লাল কার্ডের বাইরে'।   রবিবার কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবে এই বই...

বহিরাগত এনে তৃণমূল সমর্থকদের মার! উত্তপ্ত ভাঙড়

ফের বহিরাগত তাণ্ডব ভাঙড়ে(Bhangar Violence)। নির্বাচনের আগে বহিরাগতদের এলাকায় ঢুকিয়ে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্টের চেষ্টা প্রতিবারই করে একদল...

ইডিকে দিয়ে ওয়াটার গেট-২.০ কেলেঙ্কারি! পদত্যাগ করবেন মোদি-শাহ, প্রশ্ন তৃণমূলের

এ তো মোদি-শাহের ওয়াটার গেট কেলেঙ্কারি। ওয়াটার গেট কেলেঙ্কারি ২.০। ১৭ জুন, ১৯৭২-এর পর ৮ জানুয়ারি, ২০২৬। এবার...