Tuesday, November 11, 2025

সুরেলা আমেজে ‘জাগোবাংলা’র উৎসব সংখ্যা প্রকাশ: ভার্চুয়াল মাধ্যমে মুখ্যমন্ত্রী, মঞ্চে অভিষেক

Date:

জমজমাট অনুষ্ঠানে প্রকাশিত হল ‘জাগোবাংলা’র উৎসব সংখ্যা। পায়ে চোটের কারণে সশরীরে উপস্থিত থাকতে পারেননি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। ভার্চুয়াল মাধ্যমে উৎসব সংখ্যার প্রকাশ করেন তিনি। মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। প্রথম থেকে শেষ পর্যন্তই অনুষ্ঠানে ছিল সুরেলা আমেজ। মমতা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া গান দিয়ে শুরু হয় অনুষ্ঠান। রাজ্যের দুই মন্ত্রী-গায়ক ইন্দ্রনীল সেন ও বাবুল সুপ্রিয় সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠান করেন ‘জয়ী’ ব্যান্ডের সদস্যরা।

 

শনিবার নজরুল মঞ্চে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Bandopadhyay)। মঞ্চে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সি, সাংসদ ডেরেক ও’ব্রায়েন, শতাব্দী রায়, দোলা সেন, শান্তনু সেন, রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, তাপস রায়, বাবুল সুপ্রিয়, ইন্দ্রনীল সেন, ব্রাত্য বসু-সহ আরও দলীয় নেতারা। মুখ্যমন্ত্রী হয়ে স্মারক গ্রহণ করেন সুব্রত বক্সি।  স্মারক তুলে দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়,  সুব্রত বক্সির হাতেও।

মুখ্যমন্ত্রী গানের পরেই পুজোর গান শোনান রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। মন্ত্রী বাবুল সুপ্রিয় রামপ্রসাদের গান শোনান। এছাড়া “আরও দাও” গানটি শোনান তৃষা পাড়ুই। বেশ কয়েকটি গান গায় ‘জয়ী’ ব্যান্ড।

জাগোবাংলার প্রশংসা করেন মমতা বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি, অভিষেক বন্দ্যোপাধ্যায়। টিম জাগোবাংলাকে ধন্যবাদ জানান সুব্রত বক্সি।

Related articles

রাজধানীর নিরাপত্তায় এত খামতি! স্বরাষ্ট্র মন্ত্রককে তোপ অভিষেকের

রাজধানীর নিরাপত্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই রাজধানী দিল্লিতে প্রাণখুলে বাঁচতে চাওয়া মানুষকে নিরাপত্তা দেওয়া নিয়ে বারবার উঠেছে প্রশ্ন...

বিস্ফোরক ধরা পড়তেই তড়িঘড়ি প্ল্যান-বি! দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী হামলার তত্ত্বের সন্দেহ

ধীরগতিতে চলা আই-টোয়েন্টি গাড়ি। তার সূত্র ধরেই দিল্লি বিস্ফোরণের জট ছাড়ানোর চেষ্টায় দেশের একাধিক এজেন্সি। প্রায় ১০০টি সিসিটিভি...

ধর্মেন্দ্র প্রয়াত! সকাল থেকে মৃত্যুর খবরে ধন্দ, ‘মিথ্যা’ দাবি ইশা দেওলের

গুরুতর অসুস্থ ছিলেন। সোমবার তাঁকে ভেন্টিলেশনেও দেওয়া হয়েছিল। চোখের জল ফেলে হাসপাতালে বাবাকে দেখতে এসেছিলেন সানি দেওল (Sunny...

কড়া নিরাপত্তায় শুরু বিহারের দ্বিতীয় দফার নির্বাচন: নজরে গুরুত্বপূর্ণ কেন্দ্র

প্রথম দফা নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোট দানে বিহারে জমে উঠেছে বিধানসভা নির্বাচন। প্রথম দফায় ১২১টি আসনে নির্বাচনে ভোটদানের হার...
Exit mobile version