Sunday, November 9, 2025

ধীরে ধীরে ডাকাবুকো হয়ে উঠছিলেন আদালত (Court) চত্বরে। নিম্ন আদালত (Lower Court) থেকে শুরু করে হাই কোর্ট (High Court) তাঁর একের পর এক সাফল্য মানুষের নজর কেড়েছে। সময় যত গড়িয়েছে ততই দুঁদে হয়ে উঠেছেন তিনি। জিতেছেন মোট ২৬টি মামলা। সম্প্রতি জানা গিয়েছে, ওই আইনজীবী ভুয়ো। নাম ভাড়িয়ে প্রতারণার অভিযোগে যুবককে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ। আর এমন ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে কেনিয়ায় (Keniya)।

নাইজেরিয়ান ট্রিবিউন সূত্রে খবর, অভিযুক্তের নাম ব্রায়ান মুয়েন্ডা। নিজেকে কেনিয়া হাই কোর্টের বিচারপতি হিসেবেই পরিচয় দেন তিনি। দেশের নিম্ন আদালত থেকে হাই কোর্ট, সব জায়গাতেই মামলা লড়তে দেখা গিয়েছে তাঁকে। তবে মুয়েন্ডার প্রতারণার বিষয়ে কোনও ধারণাই ছিল না খোদ বিচাপতিদেরও। ফলে তাঁর গ্রেফতারির পরেই হুলুস্থুল পড়ে যায়। এরপরই প্রশ্ন উঠতে শুরু করে, কীভাবে দিনের পর দিন আদালতের মতো দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠানকে ঘোল খাওয়ালেন তিনি? জানা যায় নাম ভাড়িয়ে এই কাজ করেছেন তিনি। একই নামের অর্থাৎ ব্রায়ান মুয়েন্ডা নামের একজন পাশ করা আইনজীবী রয়েছেন কিনিয়ায়। সেই সুযোগ নিয়ে প্রতারণা করেন ব্রায়ান মুয়েন্ডা এনজাগি।

‘ব্রায়ান মুয়েন্ডা’ নাম ব্যবহার করে কেনিয়ার বার সদস্য হিসবে নিজেকে নথিভুক্ত করেছিলেন। যদিও গত সেপ্টেম্বরে আইনজীবীদের ডাটাবেস-এ নিজের নামের সপক্ষে একটি ভুল ইমেল দিয়ে সাই-ইনের চেষ্টা করেন তিনি। এর ফলেই তাঁর ফাঁকিবাজি নজরে আসে সংশ্লিষ্ট মহলের। এরপরই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

 

 

 

 

Related articles

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...
Exit mobile version