Sunday, August 24, 2025

বাংলার ভোট বাক্সে শূন্য, মানুষের জনসমর্থন হারিয়ে এখন নিজেদের পায়ের তলার জমি হারিয়েছে বাম রাজত্ব। কেরলে (Kerala)যদিও ক্ষমতায় রয়েছে লাল শিবির কিন্তু এবার সেখানেই জালিয়াতি করার অভিযোগ সিপিএমের (CPM) কমিটির বিরুদ্ধে আর তাতেই অস্বস্তি বাড়ছে শীর্ষ নেতৃত্বের । বছর ঘুরলেই লোকসভা নির্বাচন (Loksabha Election)। তার প্রাক্কালে কেরলে কারুভান্নুর সার্ভিস কো-অপারেটিভ ব্যাঙ্ক জালিয়াতির (Karuvannur Service Cooperative Bank Scam) ঘটনা রাজ্যের সিপিএম নেতাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছিল কেরল পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। তবে আপাতত এই মামলা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED)হাতে। আর তাতেই বেশ বিপাকে বাম শিবির। ইডি ইতিমধ্যে এই মামলায় প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (PMLA) ২০০২ এর অধীনে বিভিন্ন ব্যক্তির থেকে পাওয়া প্রায় ৫৭.৭৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে।

শনিবার প্রকাশিত একটি অন্তর্বর্তী রিপোর্টে ইডির তরফে বলা হয় যে, অবৈধ ঋণ বিতরণ নিয়ন্ত্রণ করতে সিপিআই(এম)-এর এক কমিটির নাম উঠে এসেছে। ইডির রিপোর্টে কারুভান্নুর সার্ভিস কো-অপারেটিভ ব্যাঙ্কের প্রাক্তন ব্যবস্থাপক বিজু করিমের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে সিপিআই(এম) এর একটি বিশেষ কমিটি কোনও পর্যাপ্ত মডগেজ ছাড়াই অবৈধ ঋণ বিতরণ করত। এই সিদ্ধান্ত যে বিশাল ঋণ কেলেঙ্কারির ইঙ্গিত করে সেটা স্পষ্ট। কেন্দ্রীয় সংস্থা আইপিসির ৪২০ ধারার অধীনে কেরালা পুলিশ দ্বারা নথিভুক্ত একটি এফআইআরের ভিত্তিতে তদন্ত শুরু করেছিল। কেরালা পুলিশের অপরাধ দমন শাখা ২০২১ সালে কারুভান্নুর সার্ভিস কো-অপারেটিভ ব্যাঙ্কে জালিয়াতির বিষয়ে ত্রিশুর জেলায় ১৬ টিরও বেশি এফআইআর নথিভুক্ত করেছিল। এখনও পর্যন্ত সতীশ কুমার, কিরণ পিপি, অরবিন্দ দক্ষন এবং সি.কে. জিলসকে গ্রেফতার করা হয়েছে। বে আইনি ভাবে ঋণ দেওয়ার সুবিধাভোগীর তালিকায় এনারা রয়েছেন। ইডি নিশানায় রয়েছেন বাম সরকারের প্রাক্তন প্রতিমন্ত্রী এবং বর্তমান সিপিএম বিধায়ক এ সি মইদিন । আর এই নতুন তথ্যে উদ্বিগ্ন সিপিআই(এম) এর শীর্ষস্থানীয় কর্তারা । ইডি ইতিমধ্যে এসি মইদিনের বাসভবনে একদফা তল্লাশি অভিযান চালিয়েছে। সিপিএম বিধায়ককে দুবার জিজ্ঞাসাবাদের জন্য ইডি নোটিশ পাঠালেও তিনি হাজিরা দেন নি বলেই অভিযোগ। একইভাবে, দলের প্রাক্তন বিধায়ক এম কে কান্নানকেও ইডি দু রাউন্ড জিজ্ঞাসাবাদ করেছে । কিন্তু তাঁর জবাবে কেন্দ্রীয় সংস্থা অখুশি। আর এতেই অস্বস্তি বাড়ছে বাম নেতৃত্বের।

Related articles

আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটকে বিদায় চেতেশ্বর পূজারার

ভারতীয় ক্রিকেট দলের বহু টেস্ট জয়ের স্বাক্ষী তিনি। বহু ম্যাচে একা হাতে ভারতকে বাঁচিয়েওছেন। এবার সেই চেতেশ্বর পূজারাই(Cheteshwar...

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...
Exit mobile version