Monday, November 3, 2025

গতকাল একদিনের ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত জয় পায় ভারতীয় দল। বাবর আজমদের ৭ উইকেটে হারায় রোহিত শর্মা-বিরাট কোহলিরা। এই ম‍্যাচের পরই পাক অধিনায়ককে বিশেষ উপহার দেন বিরাট কোহলি। ক‍্যামেরায় দেখা যায় বাবর আজমকে নিজের সই করা জার্সি উপহার দেন কোহলি। সেই জার্সি নেন বাবর। সেই মুহূর্ত নিমিষে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় এই মুহুর্তের প্রশংসা করলেও বাবরের এমন কাজে একেবারেই খুশি নন প্রাক্তন পাক পেসার ওয়াসিম আক্রম।

এই নিয়ে পাকিস্তানের এক টিভি চ্যানেলের শোয়ে ওয়াসিম আক্রম ক্ষোভের সুরে বলেন, “প্রত্যেকে এই ভিডিও বারবার করে দেখাচ্ছে। কিন্তু এমন খারাপ খেলার পর যখন সমর্থকরা হতাশ, তখন এইসব কাজ অন্দরমহলে করাই ভালো, খোলা মাঠে এসব করা ঠিক নয়। ভিডিওটি দেখার পর আমি সবাইকে এটাই বলেছি। এই দিনে এসব করা উচিত নয়। যদি তোমার এই কাজ করতেই হয়, তোমার মামার ছেলে যদি কোহলির জার্সি পেতে চায়, তাহলে ড্রেসিংরুমে ম্যাচের শেষে এসব করো।

গতকাল ম্যাচ শেষে দু’দলের বেশ কয়েক জন ক্রিকেটারকে নিজেদের মধ্যে কথা বলতে দেখা যায়। বিরাট প্রথমে শাদাব খান ও তারপর বাবরের সঙ্গে কথা বলেন। বাবরের সঙ্গে কথা বলার ফাঁকেই নিজের একটি জার্সি নিয়ে আসেন বিরাট। সেটি বাবরের হাতে দেন তিনি। বাবরকেও হাসি মুখে সেই জার্সি নিতে দেখা যায়। তার পরেও বেশ কিছু ক্ষণ কথা বলেন তাঁরা।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...
Exit mobile version