Saturday, May 3, 2025

দেবীপক্ষের শুরুতেই অ.শনি সংকেত! পুজোর এই দু’দিন বড় প্ল্যান না রাখার পরামর্শ হাওয়া অফিসের

Date:

হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। শনিবার মহালয়ার (Mahalaya) সঙ্গে সঙ্গে সূচনা হয়ে গিয়েছে দেবীপক্ষের৷ আর মহালয়ার আগেই শহরের বেশ কিছু বড় পুজোর উদ্বোধন হয়ে গিয়েছে৷ শনিবার ভিড় এড়াতে আগেভাগে মহালয়া থেকেই কার্যত প্যান্ডেলমুখী বহু বাঙালি। তবে পুজোয় খুব একটা আশার কথা শোনাচ্ছে না হাওয়া অফিস (Alipore Weather Office)। কারণ পুজোর মুখে ঘনাচ্ছে নিম্নচাপের আশঙ্কা! আর সেকারণেই পুজোর মাঝখানে আচমকাই ভোল বদলাতে পারে আবহাওয়া। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, চলতি বছর পুজোয় ভারী বৃষ্টির (Heavy Rain) কোনও সম্ভাবনা নেই। ষষ্ঠী (Maha Sasthi) থেকে অষ্টমী (Maha Ashtami) পর্যন্ত রোদ ঝলমলে থাকবে রাজ্যের আবহাওয়া। তবে উত্তুরে হাওয়া বজায় থাকবে। পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে সকাল ও সন্ধ্যার দিকে হালকা শীতের অনুভূতি থাকবে।

তবে নবমী ও দশমীর দিন যারা প্যান্ডেলে ঘোরার কথা ভাবছেন তাঁদের জন্য খুব একটা আশার খবত শোনাতে পারেনি হাওয়া অফিস। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে নবমী-দশমী থেকেই আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে৷ পাশাপাশি ভারী বৃষ্টির না হলেও হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে। অন্যদিকে, রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ধীরে ধীরে কমবে বৃষ্টির পরিমাণ। সোম-মঙ্গলবার থেকে শুষ্ক আবহাওয়া শুরু হবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ছাড়া বাকি অংশে।

এদিকে দক্ষিণবঙ্গে আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। দু-এক জায়গায় আংশিক মেঘলা আকাশ হতে পারে। তবে বাতাসে জলীয় বাষ্প কিছুটা থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। জলীয়বাষ্পের পরিমাণ ক্রমশ কমতে থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি। শনিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ ৫৭ থেকে ৯২ শতাংশ। তবে পুজোর আগেই আরবসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হবে। যদিও এই নিম্নচাপ থেকে বাংলায় কোনও প্রভাব পরবে না বলেই মত আবহাওয়াবিদদের।

 

 

 

 

Related articles

করমণ্ডল উপকূলে মৎস্যজীবীদের উপর হামলা শ্রীলঙ্কার জলদস্যুদের

ফের মৎস্যজীবীদের উপর জলদস্যুদের হামলা। আহত কমপক্ষে ১৭ জন মৎস্যজীবী। শুক্রবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamilnadu) করমণ্ডল উপকূলে। সেখানেই...

বাংলার মুখ্যমন্ত্রীর তৈরি দিঘার জগন্নাথ মন্দির অসাধারণ, বিতর্ক ঠিক নয়: মত পুরীর দৈতপতি রামকৃষ্ণের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিঘায় যে জগন্নাথ মন্দিরটি তৈরি করেছেন, সেটি অসাধারণ। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে পুরী ফিরে গিয়ে...

নাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

গুজরাটের সুরাটে এক নাবালককে অপহরণ করার অভিযোগ ওঠে তার শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ একটি বাস থেকে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...
Exit mobile version