Saturday, August 23, 2025

দুর্গাপুজোয় ‘বিবেকের স্পর্শ’! চালতাবাগান সর্বজনীনের থিম সং গাইলেন সরকারি আমলা

Date:

এক স্পর্শে হিমেল হাওয়া, এক স্পর্শে হারিয়ে যাওয়া। একটু ছোঁয়ায় বদলে যাওয়া জীবনের গল্পে আজ মা দুর্গার অবলীলায় আসা যাওয়া। এই পুজো আনন্দের আর তাতে সবার যোগদান কাম্য। তাইতো সমাজের সব শ্রেণির, সব বয়সের মানুষ এতে অংশ নেন। কারোর কাছে পুজো মানে ৫ দিন পরিবারের সঙ্গে সময় কাটানো, কেউ আবার পুজোর দিনে বন্ধু আর প্রিয়জনকে নিয়ে ঠাকুর দেখার মাঝেই যেন ৩৬০ দিনের কষ্টের উপশম খুঁজে পান। UNESCO হেরিটেজ তকমা দেওয়ার পর থেকে বিদেশ থেকে আগত মানুষের সংখ্যা অনেক বেড়েছে। পুজো নিয়ে নানা ধরণের ভাবনাকে প্রকাশের দিকও খুলে গেছে। সাবেকির সঙ্গে থিমের পাল্লা ভারি হচ্ছে। সঙ্গে জমজমাট হচ্ছে থিম সং -এর বাহার। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)একাধিক পুজোর গান লিখেছেন, সুর দিয়েছেন। তাঁর মন্ত্রিসভার দুই সদস্য ইন্দ্রনীল সেন এবং বাবুল সুপ্রিয়কেও দেখা যায় মুখ্যমন্ত্রীর তৈরি গান গাইতে। এবার সরকারি আমলাকে দেখা গেল গান গাইতে। চালতাবাগান (Chaltabagan Durga Puja)সর্বজনীন পুজোর থিম সং গাইলেন পশ্চিমবঙ্গ সরকারের বন, পরিবেশ ও প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের সচিব বিবেক কুমার (Vivek Kumar,Secretary, Department of Forest, Environment and Animal Resource Development)।

সাবেকি পুজো দিয়ে শুরু করলেও ২০১৮ সাল থেকে থিম পুজোর শুরু করে চালতাবাগান সর্বজনীন। এ বছরে তাঁদের থিম ‘স্পর্শ'(Sparsha)। এই পুজোর থিম সং গেয়েছেন বিবেক কুমার, সুরও দিয়েছেন তিনি। কথা লিখেছেন সুব্রতা ঘোষ রায়। সঙ্গীত ব্যবস্থাপনায় দ্রোণ আচার্য (Drono Acharya)। আশা অডিওর (Asha Audio)থেকে এই গান মুক্তি পেয়েছে পিতৃপক্ষের শেষ দিনে। আসলে মা দুর্গার বন্দনায় প্রকৃতি হয়ে ওঠেন আবাহনের দেবী। শাস্ত্র মতে দুর্গা নিজেও সেই রূপে অধিষ্ঠাত্রী হন। প্রকৃতির কাছ থেকে পাওয়া বাদ্যযন্ত্র মঙ্গলধ্বনি হয়ে বেজে ওঠে মা দুর্গার পুজোর লগ্নে। বাউলের একতারা, দোতারা, বিনা, খমক থেকে ডুগডুগি – আজ তো প্রায় বিলুপ্তির পথে। এদের কথা তুলে ধরেছে চালতাবাগানের থিম গান। পুজোর সাধারণ সম্পাদক মৌসম মুখোপাধ্যায় বলছেন “বিবেক কুমার প্রশাসক শুধু নন, এক জন ভাল গায়কও বটে।” গানের মুক্তিতে ভার্চুয়ালি উপস্থিন হন বিবেক কুমার। অনলাইনে গানটি প্রকাশ পাওয়ার পর থেকেই শুভেচ্ছার বন্যা।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version