Saturday, May 3, 2025

গাজা দখলের চেষ্টা ‘বড় ভুল’! পাশে থাকার বার্তা দিতে দ্রুত ইজরায়েল সফর বাইডেনের  

Date:

সময় যত গড়াচ্ছে ততই ভয়াবহ হচ্ছে পরিস্থিতি। কবে এই সংঘাত থামবে তার উত্তর এখনও অধরা। এদিকে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এবার গাজা (Gaza) দখলের চেষ্টাকে ইজরায়েলের (Israel) ‘বড় ভুল’ বলে বিস্ফোরক দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। হামাস-ইজরায়েল যুদ্ধের আবহে এই প্রথম ইজরায়েলি পদক্ষেপের বিরোধিতা করল আমেরিকা। তবে হোয়াইট হাউসের তরফে সাফ জানানো হয়েছে, ইজরায়েলের পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে আগামী কয়েকদিনের মধ্যেই সে দেশে যেতে পারেন বাইডেন। তবে সেই সফরসূচি এখনও চূড়ান্ত হয়নি।

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইজরায়েলের গাজায় হামলা চালানোর পরিকল্পনা প্রসঙ্গে বাইডেন বলেন, আমি মনে করি এটা একটা বড় ভুল। হামাস সমস্ত প্যালেস্টাইনির প্রতিনিধিত্ব করছে না। বাইডেনের আরও সংযোজন, আমার মতে সমস্ত প্যালেস্তিনীয়র প্রতিনিধিত্ব করছে না হামাস। তাই আমি এটাও মনে করি যে, ইজরায়েল যদি ফের গাজাকে দখল করার চেষ্টা করে, তবে সেটা বড় ভুল কাজ হবে। উল্লেখ্য রবিবার দুপুরেই ইজরায়েলি সেনার বেঁধে দেওয়া তিন ঘণ্টার সময়সীমা শেষ হয়েছে। ইজরায়েলি সেনার তরফে জানানো হয়, গাজায় স্থলপথ ধরে ‘অপারেশন’ শুরু করতে প্রশাসনের সম্মতির অপেক্ষায় প্রহর গুনছে তারা। উল্লেখ্য, রবিবার গাজা ভূখণ্ডের তুলনামূলক নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য সেখানকার বাসিন্দাদের অনুরোধ জানায় ইজরায়েলের সেনা। পালিয়ে যাওয়ার জন্য বেঁধে দেওয়া হয় সময়সীমা। রবিবার বিকেল সাড়ে ৩টে নাগাদ সেই সীমা শেষ হয়েছে। এই সময়সীমা পেরোনোর পরেই তারা গাজ়া ভূখণ্ডে সর্বাত্মক হামলা চালাতে চলেছে বলে জানিয়েছিল ইজরায়েলি সেনা। তাই এর পরের পরিণতি কী হতে পারে তা নিয়ে চরম আশঙ্কা বিভিন্ন মহলে।

তবে বাইডেনের এমন মন্তব্যের পর ইজরায়েল গাজায় আদৌ ‘অপারেশন’ শুরু করবে কি না, তা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে, বাইডেন প্রশাসনের এক শীর্ষ আধিকারিক একটি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, অল্প কয়েক দিনের মধ্যেই ইজরায়েলকে সংহতির বার্তা দিতে সে দেশে যাবেন বাইডেন।

 

 

 

Related articles

বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা বাংলার পরিযায়ী শ্রমিকদের! শাহকে চিঠি সাংসদ সামিরুলের

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার ও বৈষম্যের অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন...

আইএএস-আইপিএসদের নয়া ইউনিফায়েড পেনশন প্রকল্প চালুর সিদ্ধান্ত রাজ্যের

সর্বভারতীয় ক্যাডারের অন্তর্গত আইএএস, আইপিএস সহ অন্যান্য আধিকারিকদের জন্য রাজ্য সরকার নতুন ইউনিফায়েড পেনশন প্রকল্পের (Unified Pension Scheme)...

বিনা অনুমতিতে পাকিস্তানি মহিলাকে বিয়ে! ভিসা শেষের পর আশ্রয় দিয়ে বরখাস্ত CRPF জওয়ান

পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর দেশজুড়ে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং নির্ধারিত সময়ের মধ্যে ভারত...

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...
Exit mobile version