Saturday, May 17, 2025

রুজিরা মামলায় ED-সংবাদমাধ্যমের পরিধি নির্দিষ্ট করে দিল কলকাতা হাই কোর্ট

Date:

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণের আর্জি জানিয়ে হাই কোর্টে মামলা করেছিলেন।মঙ্গলবার সেই মামলাতেই ইডি ও সংবাদমাধ্যমের পরিধি বেধে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য।আদালত অন্তর্বর্তী নির্দেশিকায় জানিয়েছে, যে কোনও ক্ষেত্রে তল্লাশি ও বাজেয়াপ্তের সময় কোনওরকম লাইভ স্ট্রিমিং করা যাবে না। দ্বিতীয়ত, তল্লাশি অভিযানের কথা সংবাদমাধ্যমকে আগাম জানানো যাবে না। তৃতীয়ত, সংবাদমাধ্যমকে সঙ্গে নিয়ে তল্লাশি অভিযান চালানো যাবে না। চতুর্থত, এই সংক্রান্ত খবর পরিবেশনের ক্ষেত্রে অভিযুক্তের ছবি ব্যবহার করা যাবে না। পঞ্চমত, চার্জশিট জমা পড়ার আগে কোনওভাবেই ছবি প্রকাশ করা যাবে না।

সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাকে যা মানতে হবে-
১ চার্জশিটের আগে কোনও অভিযুক্তেরই নাম ও ছবি প্রকাশ করা যাবে না
২ তদন্তকারী সংস্থা প্রেস রিলিজ প্রকাশ করতে পারবে না
৩ সার্চ অপারেশনের লাইভ সম্প্রচার করা যাবে না
৪ সিজার লিস্ট প্রকাশ করা যাবে না, এমনকী, সিজ করা সামগ্রীর ছবি সম্প্রচার করা যাবে না
৫ সংবাদ মাধ্যমকে নিয়ে সার্চ অপারেশন করা যাবে না

মামলার পরবর্তী শুনানি হবে আগামী বছরের জানুয়ারিতে। তার আগে এই নির্দেশের অন্যথা হলে তার জন্য সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের আধিকারিকরাই দায়ী থাকবেন, নির্দেশে হাই কোর্টের। সম্প্রতি ‘লিপ্‌স অ্যান্ড বাউন্ডস’-এর সূত্রে এই মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে রুজিরাকেও। এই তদন্তের মধ্যেই সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক-পত্নী। এর আগে, এই মামলায় বিচারপতি প্রশ্ন তুলেছিলেন, আদালত কী ভাবে সংবাদমাধ্যমের কাজে হস্তক্ষেপ করতে পারে। রুজিরার আইনজীবীদের অভিযোগ, সংবাদমাধ্যম এমন ভাবে সংবাদ পরিবেশন করছে যাতে তাঁর এবং পরিবারের সম্মান নষ্ট করা হচ্ছে। তাঁদের আরও অভিযোগ, কোনও বিষয়ে তদন্ত শেষ হওয়ার আগে সংবাদমাধ্যম কার্যত বিচার করে ফেলছে।এই বক্তব্য শোনার পরেই আদালত আজ এই নির্দেশ দিয়েছে।

 

 

 

 

Related articles

এবার নাম বদলের রাজনীতি বিহারে! গয়া হল ‘গয়াজি’

বিজেপি জমানায় নাম বদলের রাজনীতি নতুন নয়। আর তার শীর্ষে অবশ্যই যোগি আদিত্যনাথের রাজ্য উত্তর প্রদেশ। তবে এবার...

আইএমএ বাংলার নির্বাচন বাতিল ঘোষিত! দুমাসে কমিটি গঠনের নির্দেশ

চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (IMA) রাজ্যের ২০২৫-২৭ নির্বাচন প্রক্রিয়াকেই বাতিল করে দেওয়া হল কেন্দ্রীয় শাখার তরফে। নির্বাচন...

নির্দেশ দেখে পদক্ষেপ: ডিএ নির্দেশে প্রতিক্রিয়া চন্দ্রিমার

রাজ্য সরকারের কর্মীদের ২৫ শতাংশ ডিএ (DA) দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। এক ঘোষণায় সরকারি কোষাগার থেকে প্রায় ৯...

টুটু বোসের ইস্তফা প্রসঙ্গে দেবাশিসের পাল্টা মুখ খুললেন সৃঞ্জয়

মোহনবাগানে(Mohunbagan) নির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে। সেইসঙ্গেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। এই মুহূর্তে অবশ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল...
Exit mobile version