Wednesday, August 27, 2025

উন্নয়নের মডেল ডায়মন্ড হারবার: নিজ কেন্দ্রকে সেরার সেরা করার শপথ অভিষেকের

Date:

Share post:

দেশের মধ্যে উন্নয়নের মডেল ডায়মন্ড হারবার। শুধু উন্নয়ন নয় শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা সমস্ত দিক থেকে সেরার সেরা ডায়মন্ড হারবার। উন্নয়নের এই অগ্রগতি জারি থাকবে আগামী দিনেও। মঙ্গলবার মহেশতলায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে গিয়ে ৯ বছরে ডায়মন্ড হারবারের উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। একইসঙ্গে জানালেন, আপনারা ভোটের দিক থেকে ডায়মন্ড হারবারকে(Diamond Hurbar) প্রথম করুন আমি উন্নয়নের দিক থেকে ডায়মন্ড হারবারকে প্রথম করব।

মহেশতলায় বস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়ে এদিন অভিষেক বলেন, “আগে দুর্গাপুজো হত ৪ দিনের। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর বলেছেন ‘ধর্ম যার যার উৎসব সবার’। এখন মহালয়ার পরদিন থেকেই রাস্তায় মানুষের ঢল নেমে যায়।” বস্ত্র নিতে আসা মানুষদের কাছে আবেদন জানিয়ে অভিষেক বলেন, “এগুলো দান নয়, পুজোর উপহার হিসেবে গ্রহণ করবেন। আপনাদের কাছে এটাই অনুরোধ। আর পরের বার থেকে আমাদের কর্মী স্বেচ্ছাসেবকরা আপনার বাড়িতে গিয়ে বস্ত্র তুলে দিয়ে আসবে। আপনাদের আসতে হবে না।” একইসঙ্গে গত ৯ বছর ধরে ডায়মন্ড হারবারের সাংসদ হিসেবে কাজের খতিয়ান তুলে ধরে অভিষেক বলেন, “এখানে আমি সাংসদ হওয়ার পর থেকে সব সমস্যা ঘুরে ঘুরে দেখেছি। গত ৯ বছরে ডায়মন্ড হারবারে রাস্তার জন্য সাড়ে ৩ হাজার কোটি টাকা ব্যয় করেছি। ডায়মন্ড হারবার বিধানসভায় ২.৭৫ কোটি টাকা খরচ করে ৭ কিমি উড়ালপুল করেছি। বজবজ ট্রাঙ্ক রোডের জন্য ৫২ কোটি টাকা বরাদ্দ হয়েছে। যার কাজ চলছে। ২-৩ মাসে তা শেষ হবে। স্বাস্থ্য ক্ষেত্রে পুরসভার উদ্যোগে ৭০ কোটি টাকা খরচে প্রাক্তন বিধায়ক কস্তুরি দাসের নামে হাসপাতাল তৈরি হয়েছে। একাধিক জল প্রকল্পের কাজ চলছে। নুঙ্গিতে হার্ট কমপ্লেস তৈরি হবে ৩০-৩২ কোটি টাকা খরচ করে। বাইপাস রোডের কাজ চলছে। নাইট সেল্টার, মহেশতলা ইস্টিটিউটের তরফে নার্সিং সায়েন্সের কাজ চলছে। আমি বলেছিলাম আপনারা ভোটের নিরিখে ডায়মন্ড হারবারকে ১ নং করুন। আমি কাজের নিরিখে ১ নং করব।”

এখানেই না থেমে অতীতের ডায়মন্ড হারবার মডেলের কথা স্মরণ করিয়ে অভিষেক আরও বলেন, “কোভিদের সময় ওরা বলেছিল এমপি কাপের জন্য কোভিড বেড়েছে। কিন্তু আমরা একদিনে ৫০ হাজার কোভিড টেস্ট করে রেকর্ড গড়েছিলাম। ১২ শতাংশ পজেটিভিটি রেট ১০ দিনে ২ শতাংশে নামিয়ে এনেছিলাম। দেশের মধ্যে যা ছিল দৃষ্টান্ত।” তিনি আরও জানান, “যা কাজ আমি করেছি তাঁর খতিয়ান মানুষের কাছে তুলে ধরেছি প্রতিবছর। দেশের কোনও সাংসদ তা করতে পারেনি। আমি একডাকে অভিষেক করেছি। যেটা এখন আর ডায়মন্ড হারবারে সীমাবদ্ধ নেই জেলায় জেলায় ছড়িয়ে পড়েছে। আজ ডায়মন্ড হারবারে ব্রাজিলের রোনাল্ডিনহো খেলে গেলেন। ডায়মন্ড হারবার ক্লাব এবার আইএসএল খেলবে। আজ থেকে ১০ বছর আগে কেউ ভাবতে পেরেছিল?”

spot_img

Related articles

পুজোর মেনুতে নতুন স্বাদ: বড় নির্দেশ রুফ-টপ রেস্তোঁরা নিয়ে

পুজোর মরশুম মানেই পেটপুজোর মরশুম। আর তাতে আলাদা মাত্রা যোগ করে শহরের রুফ টপ রেস্তোঁরাগুলি (roof top restaurant)।...

গুরুবারে TMCP-র প্রতিষ্ঠাদিবসে মেগা ছাত্র সমাবেশ, নির্দেশিকা দেবেন মমতা, বলবেন অভিষেকও

গুরুবারে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস। মেগা ছাত্র সমাবেশ মেয়ো রোডে। ২৮ অগাস্টকে কেন্দ্র করে ইতিমধ্যেই শহরে...

তিনিই নিয়োগ করেছিলেন, এবার গৌড়বঙ্গের উপাচার্যকে সরালেন রাজ্যপালই

রাজ্যের তালিকা অগ্রাহ্য করে বাংলার বিশ্ববিদ্যালয়গুলির উপর কার্যত এক নায়কতন্ত্র চালানোয় অভিযুক্ত রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C...

ভারতে বসছে দাবা বিশ্বকাপের আসর, কী বললেন প্রধানমন্ত্রী মোদি?

চলতি বছরে ভারতে বসছে দাবা বিশ্বকাপের আসর। ২০০২ সালের পর আবারও দাবা বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ভারত। ২৩...