Monday, August 25, 2025

দেবীপক্ষের দ্বিতীয়ায় তীব্র যানজ.ট মহানগরীতে, ভিড়ে আটকে পড়ার আশ.ঙ্কা আজও!

Date:

মাতৃপক্ষের শুরু থেকেই ঠাকুর দেখার ভিড় শহর কলকাতায় (Puja Crowd in Kolkata)। স্কুল , কলেজ , অফিসের এখনও পর্যন্ত ছুটি পড়েনি। তাই খুব স্বাভাবিকভাবেই এই ভিড়ের ঠেলায় নাকাল নিত্য যাত্রীরা। সোমবার দেবীপক্ষের দ্বিতীয় দিনে ১০ মিনিটের রাস্তা পেরোতে সময় লেগেছে ৪০ থেকে ৪৫ মিনিট। সকালের দিকে কিছুটা স্বাভাবিক ট্রাফিক থাকলেও, যত বিকেল গড়িয়েছে ততই যানজটের (Huge Traffic Congestion) জেরে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। হাওড়া ব্রিজ (Howrah bridge)থেকে কলকাতা প্রবেশের রাস্তায় ছিল তীব্র যানজট। হসপিটাল রোড থেকে এজেসি বোস রোডে এবং এজেসি বোস রোড থেকে ডিএল খান রোড ক্রসিংয়েও তথৈবচ অবস্থা। উল্টোডাঙ্গা থেকে এয়ারপোর্ট পৌঁছতে এক ঘুম দিয়ে দেওয়া যাবে বাস বা অটোয়। বাইপাস থেকে পার্ক সার্কাস সেভেন পয়েন্টে আসার জন্য যাঁরা মা ফ্লাইওভার ধরেছেন, ভোগান্তি হয়েছে তাঁদেরও।

ক্যালেন্ডারের হিসেব বলছে আজ তৃতীয়া। পুজোর অফিশিয়াল সূচনা হতে আরও দিন দুয়েক সময় আছে। কিন্তু কলকাতার রাস্তা দেখে সেটা বোঝার উপায় নেই। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই ঠাকুর দেখার ভিড়। কিন্তু এখনও পর্যন্ত তো সব জায়গায় পুজোর ছুটি পড়েনি। তাই স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের ভোগান্তি শুরু হয়ে গেছে। দক্ষিণে গড়িয়াহাট মোড় থেকে যাদবপুর-গড়িয়া যাওয়ার রাস্তার যানজটে ভিরমি খেতে হচ্ছে। বিবি গাঙ্গুলি স্ট্রিট থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে গিরিশ পার্ক যেতে অন্যান্য দিনের থেকে আধ ঘণ্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট বেশি সময় লাগছে। আজ তৃতীয়াতেও একই দুর্ভোগের ছবি থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version