Thursday, August 21, 2025

ফের খারিজ জামিনের আবেদন! সুপ্রিম নির্দেশে এবছরের পুজো জেলেই কাটবে অনুব্রতর

Date:

খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না অনুব্রত মণ্ডলের। দুর্গা পুজোতেও (Durga Pujo) মিলল না রেহাই। দিল্লি হাই কোর্টের (Delhi High Court) পর এবার সুপ্রিম কোর্টেও (Supreme Court of India) স্বস্তি পেলেন না বীরভূমের কেষ্ট। চলতি পুজোটাও জেলেই কাটাতে হবে অনুব্রতকে (Anubrata Mondal)। এদিন দেশের শীর্ষ আদালতে ‘প্রভাবশালী তত্ত্ব’ তুলে ধরে অনুব্রতর জামিনের বিরোধিতা করে সিবিআই (CBI)। আর তারপরই কেষ্টর জামিনের আবেদন নাকচ করে দেয় সুপ্রিম কোর্ট।

দীর্ঘদিন ধরেই একাধিক আদালতে জামিনের চেষ্টা চালালেও লাভের লাভ হচ্ছে না অনুব্রতর। সম্প্রতি সুপ্রিম কোর্টেও আবেদন করেন তিনি। বুধবার সেই মামলার শুনানিতে সিবিআইয়ের আইনজীবী এস ভি রাজু অনুব্রতর জামিনের বিরোধিতা করেন। তাঁর যুক্তি, অনুব্রত প্রভাবশালী। আর তিনি জেল থেকে বাইরে বেরোলে যা ইচ্ছে তাই করতে পারেন। পাশাপাশি অনুব্রত বিচারপতিদেরও হুমকি দিচ্ছেন বলে অভিযোগ তোলেন সিবিআই-র আইনজীবী।” এরপরই আদালত সাফ জানায়, তদন্ত অনন্তকাল ধরে চলতে পারে না। চার সপ্তাহ বাদে বিষয়টা খতিয়ে দেখার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এদিন শুনানি শেষে বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বেলা এম ত্রিবেদী সিবিআইকে পাল্টা হলফনামা দাখিলের নির্দেশ দেন। মামলার পরবর্তী শুনানি হবে চার সপ্তাহ পরে। ততদিন পর্যন্ত তিহার জেলেই থাকতে হবে অনুব্রতকে অর্থাৎ এবারের পুজোতে জেলেই থাকবেন তিনি। গত বছরের অগাস্ট মাসে অনুব্রতকে গরুপাচার মামলায় গ্রেফতার করে সিবিআই।

 

 

 

 

 

Related articles

বিবেকানন্দের শিকাগো বক্তৃতার স্মরণে ফুটবল প্রতিযোগিতার ঘোষণা ক্রীড়ামন্ত্রীর

১৮৯৩ সাল, শিকাগোর ধর্মসভায় সকলকে অবাক করে দিয়েছিলেন তিনি। সেই স্বামী বিবেকানন্দের(Swami Vivekananda) বক্তৃতায় বিদ্যুতের গতির মতো ছড়িয়ে...

অভিজিৎ সরকার হত্যা মামলা: জামিন পরেশ পালসহ ২ কাউন্সিলরের

অভিযুক্তদের বিরুদ্ধে কোনও উপযুক্ত প্রমাণই নেই। বিজেপির তরফ থেকে বারবার তৃণমূল বিধায়ককে কলঙ্কিত করার চেষ্টা করা হলেও আদতে...

স্বাস্থ্যক্ষেত্রে সুরক্ষায় বায়ো-লক সিস্টেমের রিপোর্ট তলব রাজ্যের

স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ মেনে বায়োমেট্রিক লক (Biometric Lock)...

বিজেপিশাসিত রাজ্যে বাঙালি আক্রমণের প্রতিবাদ! নিশীথের কনভয় ঘিরে তুমুল বিক্ষোভ দিনহাটায়

বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণ। বাংলার প্রতি মোদি সরকারের বঞ্চনা। প্রতিবাদে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith...
Exit mobile version