Saturday, November 8, 2025

নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ! দুই বেসরকারি ব্যাঙ্ককে বড় অঙ্কের জরিমানা RBI-এর

Date:

নিয়ম না মেনেই কাজ চালিয়ে যাওয়ার জের। এবার আইসিআইসিআই (ICICI)-সহ দুটি ব্যাঙ্ককে জরিমানা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। জানা গিয়েছে, আইসিআইসিআই ছাড়া জরিমানার (Fine) মুখে পড়তে হয়েছে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ককেও (Kotak Mahindra)। বুধবার রিজার্ভ ব্যাঙ্কের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, আইসিআইসিআই ব্যাঙ্কের জরিমানার পরিমাণ ১২ কোটি ১৯ লক্ষ টাকা। আরেক বেসরকারি সংস্থা কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের জরিমানার অঙ্ক ৩ কোটি ৯৫ লক্ষ টাকা।

আরবিআই সূত্রে খবর, প্রতারকদের শনাক্ত করতে না পারা এবং ঋণ সংক্রান্ত নিয়মাবলি সঠিকভাবে পালন না করায় এই জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কোটাক মাহিন্দ্রার বিরুদ্ধে অভিযোগ, ঋণ সংক্রান্ত নিয়ম না মানা, ঋণের টাকা আদায়ের জন্য নিয়ম বিরুদ্ধ কাজ করা এবং ব্যাঙ্কের হিসাবের তহবিলে গোলযোগের জন্য কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ককে জরিমানা করা হয়েছে। তবে এই প্রথম নয়, মাঝে মাঝেই ব্যাঙ্কগুলির কাজকর্ম খতিয়ে দেখে রিজার্ভ ব্যাঙ্ক। কোনও ব্যাঙ্কের তহবিল এবং নিয়মাবলিতে গোলযোগ পেলে সেই সব ব্যাঙ্কের জরিমানা করা হয়। এর আগে জুন মাসেই অ্যাক্সিস, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র এবং জম্মু ও অ্যান্ড কাশ্মীর ব্যাঙ্ককে মোটা অঙ্কের জরিমানা করা হয়।

যদিও এই জরিমানার কোনও প্রভাব গ্রাহকদের লেনদেনে পড়বে না বলে আরবিআই-এর তরফে জানানো হয়েছে। আইসিআইসিআই ব্যাঙ্কের অর্থনৈতিক পরিস্থিতি ঠিক কী রয়েছে সেটা খতিয়ে দেখছিল আরবিআই। আর তখনই এই অনিয়ম ধরা পড়ে। আরবিআই খোঁজ করতে গিয়ে দেখে তারা এমন লোকজনকে লোন দিয়েছে যেখানে যারা ধার নিয়েছে তাদের যে ডিরেক্টর তারা বোর্ডেই রয়েছেন। আর এটাই আরবিআইয়ের গাইডলাইন ভঙ্গ করার পক্ষে যথেষ্ট। সেই সঙ্গে ব্যাঙ্ক নন ফিনান্সিয়াল প্রোডাক্টও বিক্রি করেছে বলে খবর।

 

 

 

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version