Sunday, November 9, 2025

কেন প্যালেস্তাইনের পাশে? ইজরাইল থেকে মোদি সরকারকে একতিরে বিঁধে জানালেন কারাত

Date:

ইজরাইল নয়, সিপিআইএমের (CPIM) সমর্থন প‌্যালেস্টাইনের পক্ষে। এই নিয়ে যখন বিরোধীরা প্রবল সমালোচনা করছে, তখন কলকাতায় দলের প্রতিষ্ঠা দিবসে এসে এর ব্যাখ্যা দিলেন সিপিআইএমের পলিটব্যুরোর সদস‌্য প্রকাশ কারাত (Prakash Karat)। একই সঙ্গে ইজরাইলের সঙ্গে একতিরে কেন্দ্রের মোদি সরকারকে তুলোধনা করেন সিপিএমের পলিটব্যুরোর সদস‌্য। তাঁর অভিযোগ, কেন্দ্রের বিজেপি সরকারের নীতির বিরোধিতা করলেই সন্ত্রাসবাদী তকমা দেওয়া হচ্ছে। বাদ যাচ্ছেন না বিরোধী দলের নেতা থেকে সাংবাদিক- কেউই।

মঙ্গলবার, সিপিএমের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ‘কমিউনিস্ট ম্যানিফেস্টোর ১৭৫ বছর ও বর্তমান সময়’- শীর্ষক আলোচনা সভা ছিল প্রমোদ দাশগুপ্ত ভবনে। সেই আলোচনা সভায় যোগ দেন কারাত। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন সিপিএম রাজ‌্য সম্পাদক মহম্মদ সেলিম (Mohammad Selim), কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদার। সভাপতিত্ব করেন বামফ্রন্ট চেয়ারম‌্যান বিমান বসু (Biman Basu)। সেখানে মোদি সরকারে নীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “প‌্যালেস্টাইনের জনগণের মুক্তির দাবি মোদির বিরুদ্ধে লড়াই থেকে বিচ্ছিন্ন নয়।“ তাঁদের জঙ্গি বললেও তাঁরা পালেস্টাইনের পক্ষেই থারবেন বলে জানান কারাত। তবে, জঙ্গি সংগঠন হামলার তাঁর দল বিরোধী, তার নিন্দা করছে বলে দাবি পলিটব্যুরোর সদস‌্য। ইজরায়েলের পাশাপাশি নরেন্দ্র মোদির বিরোধিতাতেও প্রচার করবে বলে জানান কারাত।

আরও পড়ুন: পুজোয় খোলা থাকছে নন্দন ! খুশি সিনে প্রেমী থেকে নির্মাতা

দেশের মোদি সরকারের স্বৈরাচারি মনোভাবে থেকে ইজরায়েলের দখলদারি আলাদা নয় বলে মত কারাতের। সেই কারণে প‌্যালেস্টাইনের মুক্তির দাবিতে লড়াইয়ে পাশে আছে সিপিএম। কারাতের অভিযোগ, একতরফাভাবে ইজরায়েলকে সমর্থন করছে মোদি সরকার। কারণ, আমেরিকার সরাসরি মদতেই দখলদারি চালাচ্ছে ইজরাইল। মোদির নেতৃত্বে বিজেপি সরকারও দেশের গণতন্ত্রিক অধিকার, যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করতে চাইছে- অভিযোগ কারাতের।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version