Sunday, May 4, 2025

কেন প্যালেস্তাইনের পাশে? ইজরাইল থেকে মোদি সরকারকে একতিরে বিঁধে জানালেন কারাত

Date:

ইজরাইল নয়, সিপিআইএমের (CPIM) সমর্থন প‌্যালেস্টাইনের পক্ষে। এই নিয়ে যখন বিরোধীরা প্রবল সমালোচনা করছে, তখন কলকাতায় দলের প্রতিষ্ঠা দিবসে এসে এর ব্যাখ্যা দিলেন সিপিআইএমের পলিটব্যুরোর সদস‌্য প্রকাশ কারাত (Prakash Karat)। একই সঙ্গে ইজরাইলের সঙ্গে একতিরে কেন্দ্রের মোদি সরকারকে তুলোধনা করেন সিপিএমের পলিটব্যুরোর সদস‌্য। তাঁর অভিযোগ, কেন্দ্রের বিজেপি সরকারের নীতির বিরোধিতা করলেই সন্ত্রাসবাদী তকমা দেওয়া হচ্ছে। বাদ যাচ্ছেন না বিরোধী দলের নেতা থেকে সাংবাদিক- কেউই।

মঙ্গলবার, সিপিএমের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ‘কমিউনিস্ট ম্যানিফেস্টোর ১৭৫ বছর ও বর্তমান সময়’- শীর্ষক আলোচনা সভা ছিল প্রমোদ দাশগুপ্ত ভবনে। সেই আলোচনা সভায় যোগ দেন কারাত। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন সিপিএম রাজ‌্য সম্পাদক মহম্মদ সেলিম (Mohammad Selim), কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদার। সভাপতিত্ব করেন বামফ্রন্ট চেয়ারম‌্যান বিমান বসু (Biman Basu)। সেখানে মোদি সরকারে নীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “প‌্যালেস্টাইনের জনগণের মুক্তির দাবি মোদির বিরুদ্ধে লড়াই থেকে বিচ্ছিন্ন নয়।“ তাঁদের জঙ্গি বললেও তাঁরা পালেস্টাইনের পক্ষেই থারবেন বলে জানান কারাত। তবে, জঙ্গি সংগঠন হামলার তাঁর দল বিরোধী, তার নিন্দা করছে বলে দাবি পলিটব্যুরোর সদস‌্য। ইজরায়েলের পাশাপাশি নরেন্দ্র মোদির বিরোধিতাতেও প্রচার করবে বলে জানান কারাত।

আরও পড়ুন: পুজোয় খোলা থাকছে নন্দন ! খুশি সিনে প্রেমী থেকে নির্মাতা

দেশের মোদি সরকারের স্বৈরাচারি মনোভাবে থেকে ইজরায়েলের দখলদারি আলাদা নয় বলে মত কারাতের। সেই কারণে প‌্যালেস্টাইনের মুক্তির দাবিতে লড়াইয়ে পাশে আছে সিপিএম। কারাতের অভিযোগ, একতরফাভাবে ইজরায়েলকে সমর্থন করছে মোদি সরকার। কারণ, আমেরিকার সরাসরি মদতেই দখলদারি চালাচ্ছে ইজরাইল। মোদির নেতৃত্বে বিজেপি সরকারও দেশের গণতন্ত্রিক অধিকার, যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করতে চাইছে- অভিযোগ কারাতের।

Related articles

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...
Exit mobile version