Thursday, August 21, 2025

পুজো অনুদান: ঢোঁক গিলে ‘মমতা মডেল’ চালু বিজেপিশাসিত অসমে

Date:

Share post:

বাংলার পুজো নিয়ে পদ্মশিবির যা যা কুৎসা করেছে, তাই এখন গিলতে হচ্ছে। বলেছিল, বাংলায় পুজো হয় না। এখন সেই কলকাতাতেই দুর্গাপুজোর উদ্বোধনে আসতে হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। পুজো কমিটিগুলির সুবিধার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অনুদান চালু করেন। তা নিয়েও বিস্তর জলঘোলা শুধু নয়, আদালত পর্যন্ত ছুটে ছিলেন গেরুয়া শিবিরের নেতারা। এবার বাংলার মুখ্যমন্ত্রীর দেখানো পথেই হাঁটতে হচ্ছে হিমন্ত বিশ্বশর্মার সরকারকে। বিজেপি শাসিত অসমে দুর্গাপুজো কমিটিগুলিকে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করলেন হিমন্ত বিশ্বশর্মা। অসমে মন্ত্রিসভার বৈঠকের পরে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। মোট ৬৯৫৩টি পুজো কমিটিকে এই টাকা দেওয়া হবে। অসমের পর্যটন মন্ত্রী জয়ন্ত বড়ুয়া জানান, ১০ হাজার টাকা করে পুজো অনুদান দেওয়ার মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে সম্মতি দেয় মন্ত্রিসভা।

একইসঙ্গে বিশেষ কর্মসূচির কথাও জানান জয়ন্ত বড়ুয়া। বলেন, আগামী ২৫ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি, পাঁচ দিন, পাঁচ রাত নির্দিষ্ট একটি করে গ্রামে থাকবেন রাজ্যের মন্ত্রীরা। একুশের নির্বাচনের আগেই তৃণমূল নেতৃত্ব মানুষের কাছে গিয়ে তাঁদের কথা শুনেছেন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মাটির দাওয়ায় বসে পরিবারের সদস্যদের সঙ্গে বসে খেয়েছেন। সেই মডেলেই এখন অসমের মানুষের মন জয়ে নেমেছে বিজেপি। এমনিতে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বাংলায় এসে সাধারণ মানুষের বাড়িতে খাওয়া নামে প্রহসন করেন বলে অভিযোগ তৃণমূলের।

আরও পড়ুন: মণীশ সিসোদিয়ার জামিনের রায় স্থগিত! দিল্লি হাই কোর্টের নির্দেশে স্বস্তিতে আপ সাংসদ রাঘব

২০১১-এ বাংলায় ক্ষমতায় আসার পরের বছর থেকেই বাংলার পুজোকে আরও বড় আঙ্গিকে করার বিষয়ে জোর দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পরিকাঠামোর উন্নতির জন্য আর্থিক অনুদান ঘোষণা করেন। এরপর পুজো উদ্যোক্তাদের জন্যেও অনুদান ঘোষণা করেন। কোভিডকালে সেটা বাড়ানো হয়। এবছর দেওয়া হয়েছে ৭০ হাজার টাকা করে। তা নিয়ে বিপুল সমালোচনা করে বিরোধীরা। বিশেষ করে বিজেপি নেতৃত্ব নানা কটাক্ষ করেন। কিন্তু এবার বিজেপি শাসিত রাজ্যেই সেই অনুদান চালু হয়েছে।

হিমন্ত বিশ্বশর্মাকে তীব্র আক্রমণ করে তৃণমূলে রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, “বাংলার সমস্ত প্রকল্পের অনুকরণ করে ওরা। ফের ‘মমতা মডেল’-এর নকল হল। তাই বিজেপির উচিত নাকখত দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষমা চাওয়া।“

spot_img

Related articles

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...