Monday, November 10, 2025

মণীশ সিসোদিয়ার জামিনের রায় স্থগিত! দিল্লি হাই কোর্টের নির্দেশে স্বস্তিতে আপ সাংসদ রাঘব

Date:

দিল্লিতে (Delhi) আবগারি কেলেঙ্কারিকাণ্ডে (Excise Case) গ্রেফতার হওয়া আপ নেতা (AAP Leader) মণীশ সিসোদিয়ার (Manish Sisodia) জামিনের রায় (Bail Plea) আপাতত স্থগিত রাখল সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI) ও ইডি (ED) আলাদা ভাবে যে মামলা করেছে, সেই দু’টি ক্ষেত্রেই এদিন রায় স্থগিত রাখা হয়েছে। তবে এ দিনই অন্য একটি মামলায় দিল্লি হাই কোর্ট জানিয়েছে, আপ সাংসদ রাঘব চাড্ডাকে (Raghav Chadda) তাঁর সরকারি বাংলো খালি করতে হবে না। বুধবার সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি এসভিএন ভাট্টির বেঞ্চে মণীশের জামিনের আবেদনের মামলাটি উঠলে এমন নির্দেশ দেয় শীর্ষ আদালত।

গত ফেব্রুয়ারি মাস থেকে সিসৌদিয়া জেলবন্দি রয়েছেন। বিচারপতিরা অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজুর থেকে জানতে চান, সিসোদিয়ার বিচার প্রক্রিয়ায় আনুমানিক কত সময় লাগতে পারে? রাজু জানান, সম্ভবত ৯ থেকে ১২ সপ্তাহ সময় লাগবে। সিসোদিয়ার আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি আদালতে অভিযোগ করেন, এক বছর ধরে তদন্ত করার পরও ইডি কাল্পনিক কিছু তথ্যপ্রমাণের উপর নির্ভর করে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে বন্দি করে রেখেছে। সিসোদিয়াকে ঘুষ দেওয়ার অভিযোগ আনা হলেও সেই টাকার সঙ্গে কী ভাবে তিনি বা তাঁর পরিবার জড়িত, তার কোনও হদিশ পাচ্ছেন না তদন্তকারীরা। সব পক্ষের যুক্তি শোনার পর সিসোদিয়ার জামিনের আবেদনের রায় স্থগিত রাখল শীর্ষ আদালত।

অন্যদিকে, দিল্লি হাই কোর্ট বুধবার নির্দেশ দিয়েছে, আপ সাংসদ রাঘব চাড্ডাকে তাঁর সরকারি বাংলো ছাড়তে হবে না। তবে এই প্রসঙ্গে কেন্দ্রকে নিশানা করে রাঘব বলেন, আমাকে নোটিশ পাঠিয়ে সরকারি বাংলো থেকে সরানো হচ্ছে, আবার সাসপেন্ড করে সংসদ থেকে বার করে দেওয়া হচ্ছে। তবে এসব করলেও মানুষের মন থেকে তাঁকে দূর করা যাবে না বলেও জানিয়েছেন রাঘব।

 

 

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version