Saturday, August 23, 2025

পাট চাষিদের এমএসপি পাওয়া নিশ্চিত করতে একগুচ্ছ পদক্ষেপ রাজ্যের

Date:

Share post:

পাট চাষিদের ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি পাওয়া নিশ্চিত করতে রাজ্য সরকার একগুচ্ছ পদক্ষেপ করছে। পাট ক্রয়কেন্দ্র এবং গুদামের সংখ্যা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । চাষীরা যাতে বিনা ঝঞ্ঝাটে সেই সব কেন্দ্রে এসে পাট বিক্রি করতে পারে তার জন্যও উদ্যোগ নেওয়া হচ্ছে। পাট নিগমকে সহায়ক মূল্যে পাট কেনার কাজেও সব রকম সহায়তা করার নির্দেশ দেওয়া হয়েছে। নবান্নে বুধবার রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সব জেলার জেসলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সেখানেই তিনি এই মর্মে নির্দেশ দিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। নবান্ন সূত্রের খবর, মঙ্গলবার জেসিআ‌ই, রাজ্য শ্রমদপ্তর এবং অন্য সংশ্লিষ্ট দফতরগুলির পদস্থ কর্তাদের সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যসচিব। সেখানে আলোচনায় বেশ কিছু ত্রুটি চিহ্নিত করা হয়েছে। রাজ্যে পাট ক্রয়কেন্দ্রের সংখ্যা কম থাকায় কিছু অসাধু মধ্যস্বত্বভোগী তার সুযোগ নিচ্ছে। চাষীদের মধ্যে সচেতনতারও অভাব রয়েছে। মধ্যস্বত্তভোগীদের দমন করতে রাজ্যজুড়ে বিশেষ অভিযান চালানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য এবছর পাটের বাম্পার ফলন হয়েছে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে এক শ্রেণির অসাধু কারবারি চাষিদের কাছ থেকে ন্যূনতম মূল্যের অন্তত এক হাজার টাকা কমে পাট কিনে বাড়তি মুনাফা লুটতে শুরু করেছে। কেন্দ্রীয় সরকার চলতি বছরে কুইন্টাল পিছু পাটের ন্যূনতম সহায়ক মূল্য ধার্য করেছে ৫০৫০ টাকা।পরিবহণ ও আনুষঙ্গিক খরচ মিলিয়ে কলকাতায় পাটের বড় কারবারিদের কাছ থেকে চটকলগুলি কুইন্টাল প্রতি সাড়ে পাঁচ হাজার টাকা করে পাট কিনবে বলেও ঠিক হয়েছে। কিন্তু ফরেদের জন্য তা সম্ভব হচ্ছে না। যা নিয়ে রাজ্যে সরকারের দৃষ্টি আকর্ষন করে চিঠি দেন রাজ্যের জুট কমিশনার মলয় চন্দন চক্রবর্তী। তারপরেই রাজ্য সরকারের উদ্যোগে এই পদক্ষেপ করা হয়েছে।

আরও পড়ুন- শাবকের মৃ.ত্যুতে মা হাতির তা.ণ্ডবে মৃ.ত ২, পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর, ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...