Thursday, January 8, 2026

ভাতারে বাম জমানার নিয়োগ-দু,র্নীতি প্রকাশ্যে, বোনের জায়গায় চাকরি করছেন দিদি!

Date:

Share post:

নিয়োগ নিয়ে লাগাতার শাসকদলকে নিশানা করছে বামেরা। তাদের দাবি, যত কাণ্ড এই জমানায়। তাদের সময় বৈধ ঠিক ছিল। কিন্তু তদন্ত শুরু হতে ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়েছে। পূর্ব বর্ধমান, যা একসময় না কি বামেদের (Left) দুর্গ ছিল। সেখানকার ভাতারে ২০ বছর ধরে বোনের চাকরি করছেন দিদি। তাঁর হয়েছেই নিচ্ছেন বেতন।

সম্প্রতি ব্লক অফিসে শিশু শিক্ষা কেন্দ্রের কাজের আপগ্রেডেশন হচ্ছিল। অনলাইনে নথিভুক্তির সময় সাহেবগঞ্জ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের নোনাডাঙ্গা শিশু শিক্ষা কেন্দ্রে এক কর্মীর তথ্যে অসঙ্গতি নজরে পড়ে। অভিযোগ, বাম জমানায় ২০০৪-এ ওই শিশু শিক্ষা কেন্দ্রে চাকরি পান সুজাতা চট্টোপাধ্যায় (Sujata Chatterjee)। কিন্তু অভিযোগ, ২০ বছর ধরে সুজাতার পরিবর্তে ওই শিশুশিক্ষা কেন্দ্রে কাজ শুরু করেন তাঁর দিদি সঙ্গীতা ভট্টাচার্য (Sangita Bhattacharya)। বেতনও পাচ্ছেন তিনি।

কাগজে কলমে ‘বোন’ সুজাতার বয়স এখন ৫৯ বছর। আর দিদি সঙ্গীতা সত্তরের কাছেকাছি। বিডিও অফিসে যেতেই এই অসঙ্গতির খবর সামনে আসে। এলাকা ছেড়ে পালিয়ে যেতে চান তিনি। কিন্তু তাঁকে আটকে রাখা হয়। খবর প্রকাশ্যে আসতেই তুমুল শোরগোল ভাতার ব্লকে। এই অসঙ্গতি কথা মেনে নিয়েছেন ভাতারের বিডিও অরুণ কুমার বিশ্বাস। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়ে জানানো হয়েছে। সঙ্গীতা ভট্টাচার্যকে শিশু শিক্ষাকেন্দ্রে যেতে নিষেধ করা হয়েছে। ভাতার পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বাসুদেব যশ জানান, প্রশাসনিক স্তরে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় পদক্ষেপ কড়া হবে।

সিপিএমের বিরুদ্ধে আক্রমণ করে বাসুদেব যশ বলেন, ওই মহিলার বেতনের একটা অংশ নিতেন বাম (Left) নেতারা। সেই কারণে বিষয়টিকে ধামা চাপা দিয়ে রাখা হয়। শাসকদলের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি নিয়ে একেরপর এক অভিযোগ তোলে সিপিএম। যদিও বিষয়টি বিচারাধীন। কিন্তু সংবাদমাধ্যমেই যাঁকে তাঁকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে সিপিএম নেতৃত্ব। এবার বাম জমানাতেই দুর্নীতির ঘটনা হাতেনাতে ধরা পড়েছে।

যদিও অভিযোগ উড়িয়ে ভাতারের সিপিএম নেতা সুভাষ ণ্ডল বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে ওই মহিলার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে। কিন্তু প্রশ্ন উঠছে ২০০৪ থেকে ২০১১ তাদের স্ক্যানারে এই দুর্নীতি ধরা পড়েনি কেন? না কি বাম জমানার দুর্নীতির পাহাড়ের নীচে এটা একটা নুড়ি মাত্র!

spot_img

Related articles

ইটাহারের পর রণসংকল্প যাত্রায় আজ মালদহে জনসভা অভিষেকের

ছাব্বিশের নির্বাচনের আগে রাজ্যজুড়ে রণসংকল্প যাত্রা শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগের পাশাপাশি দলীয় কর্মীদের...

গঙ্গাসাগর মেলার সূচনায় আজ আউটরাম ঘাটে ট্রানজিট পয়েন্টের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

পৌষের শীতে কাঁপছে বাংলা, সামনেই মকর সংক্রান্তি। ঠান্ডার দাপট যতই থাকুক না কেন সংক্রান্তির পবিত্র তিথিতে গঙ্গাসাগরে (Gangasagar...

নিউটাউনের বহুতলে আগুন, কালো ধোঁয়ায় ঢাকল চারপাশ

নিউটাউনের (New Town) থাকদাঁড়ি এলাকায় সিনার্জি বিল্ডিংয়ে অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকলের ৬ ইঞ্জিন। বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ আগুন লাগার...

এক দফাতেই রাজ্যে বিধানসভা ভোট? কেন্দ্রীয় বাহিনী নিয়ে আশ্বস্ত নির্বাচন কমিশন

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কোনও সমস্যা হবে না বলে আশ্বাস দিল নির্বাচন কমিশন।...