Saturday, May 3, 2025

উৎসবের আনন্দে মাতোয়ারা বাংলা। ইতিমধ্যে পুজোয় ঠাকুর দেখা শুরু হয়ে গেছে। আগামী দিনগুলোয় জমিয়ে ঠাকুর দেখার প্ল্যানিং করছেন বঙ্গবাসী। তার মধ্যেই চলতি পুজোয় (Durga Pujo) আবহাওয়ার (Weather) মেজাজ কেমন থাকবে তা নিয়ে মাথাব্যথা বাড়ছে আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office)। হাওয়া অফিস জানাচ্ছে, একটা নয়, দু দুটো ঘূর্ণাবর্ত ঘনাচ্ছে। আর সেকারণেই চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। পাশাপাশি পুজোয় বৃষ্টি হবে কিনা সে নিয়েও বাড়ছে ধন্ধ। ইতিমধ্যে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এবং সংলগ্ন আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যা ক্রমশই উত্তর পশ্চিমদিকে এগোচ্ছে। এর জেরে একটি নিম্নচাপ তৈরি হবে মধ্য বঙ্গোপসাগরে। ২০ অক্টোবর অর্থাৎ ষষ্ঠীর দিন এই নিম্নচাপ আরও শক্তিশালী হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া দফতর।

মৌসম ভবন সূত্রে খবর, এই নিম্নচাপ আরও গভীর হবে। তবে এর গতিবিধির ব্যাপারে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। আবহাওয়াবিদরা বলছেন, ওই নিম্নচাপ উত্তর তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে প্রভাব বিস্তার করতে পারে। সেটি দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের দিকে এগিয়ে যাবে ক্রমশ। অন্যদিকে, আরও একটি নিম্নচাপ তৈরি হয়েছে দক্ষিণ পূর্ব এবং সংলগ্ন পশ্চিম উত্তর মুখে। মধ্য আরব সাগরে আগামী ২১ অক্টোবর অর্থাৎ সপ্তমীর দিন এই গভীর নিম্নচাপ তৈরির আশঙ্কা করা হচ্ছে। আর সেকারণেই ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে সংলগ্ন এলাকাগুলিতে।

তবে বাংলায় নিম্নচাপের কী প্রভাব পড়বে তা এখনও স্পষ্ট করে জানায়নি আলিপুর হাওয়া অফিস। তবে বাংলার ততটা ভয় নেই বলেই মনে করা হচ্ছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে আকাশে মেঘ জমতে পারে। তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ধীরে ধীরে কমবে দক্ষিণবঙ্গে। যদিও রোদের তেজ থাকবে ভালই। ২৩-২৪ অক্টোবর অর্থাৎ নবমী ও দশমীর দিন কলকাতা ও উপকূল সংলগ্ন এবং তার কাছাকাছি কয়েকটি জেলায় আকাশ মেঘলা থাকবে। হালকা বৃষ্টির সম্ভাবনাও আছে। দশমীর দিন বৃষ্টি বেশি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

 

 

 

Related articles

নাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

গুজরাটের সুরাটে এক নাবালককে অপহরণ করার অভিযোগ ওঠে তার শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ একটি বাস থেকে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

জেলে যৌন নির্যাতনের শিকার ইমরান! রিপোর্ট ঘিরে শোরগোল

রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। আর সেখানেই না কি তিনি যৌন নির্যাতনের...

রাজনৈতিক একনায়কতন্ত্র! গণমাধ্যমের স্বাধীনতায় ভারতকে টপকালো বাংলাদেশও

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারে সরব হয়েছিল ভারত। অথচ দেখা যাচ্ছে ক্ষমতা হস্তান্তর হওয়া বাংলাদেশেও গণমাধ্যমের (mass media) স্বাধীনতা...
Exit mobile version