Thursday, August 21, 2025

চোখ রা.ঙাচ্ছে নিম্নচাপ! চলতি পুজোর আবহাওয়া নিয়ে চ.রম আ.শঙ্কায় রাজ্যবাসী

Date:

উৎসবের আনন্দে মাতোয়ারা বাংলা। ইতিমধ্যে পুজোয় ঠাকুর দেখা শুরু হয়ে গেছে। আগামী দিনগুলোয় জমিয়ে ঠাকুর দেখার প্ল্যানিং করছেন বঙ্গবাসী। তার মধ্যেই চলতি পুজোয় (Durga Pujo) আবহাওয়ার (Weather) মেজাজ কেমন থাকবে তা নিয়ে মাথাব্যথা বাড়ছে আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office)। হাওয়া অফিস জানাচ্ছে, একটা নয়, দু দুটো ঘূর্ণাবর্ত ঘনাচ্ছে। আর সেকারণেই চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। পাশাপাশি পুজোয় বৃষ্টি হবে কিনা সে নিয়েও বাড়ছে ধন্ধ। ইতিমধ্যে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এবং সংলগ্ন আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যা ক্রমশই উত্তর পশ্চিমদিকে এগোচ্ছে। এর জেরে একটি নিম্নচাপ তৈরি হবে মধ্য বঙ্গোপসাগরে। ২০ অক্টোবর অর্থাৎ ষষ্ঠীর দিন এই নিম্নচাপ আরও শক্তিশালী হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া দফতর।

মৌসম ভবন সূত্রে খবর, এই নিম্নচাপ আরও গভীর হবে। তবে এর গতিবিধির ব্যাপারে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। আবহাওয়াবিদরা বলছেন, ওই নিম্নচাপ উত্তর তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে প্রভাব বিস্তার করতে পারে। সেটি দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের দিকে এগিয়ে যাবে ক্রমশ। অন্যদিকে, আরও একটি নিম্নচাপ তৈরি হয়েছে দক্ষিণ পূর্ব এবং সংলগ্ন পশ্চিম উত্তর মুখে। মধ্য আরব সাগরে আগামী ২১ অক্টোবর অর্থাৎ সপ্তমীর দিন এই গভীর নিম্নচাপ তৈরির আশঙ্কা করা হচ্ছে। আর সেকারণেই ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে সংলগ্ন এলাকাগুলিতে।

তবে বাংলায় নিম্নচাপের কী প্রভাব পড়বে তা এখনও স্পষ্ট করে জানায়নি আলিপুর হাওয়া অফিস। তবে বাংলার ততটা ভয় নেই বলেই মনে করা হচ্ছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে আকাশে মেঘ জমতে পারে। তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ধীরে ধীরে কমবে দক্ষিণবঙ্গে। যদিও রোদের তেজ থাকবে ভালই। ২৩-২৪ অক্টোবর অর্থাৎ নবমী ও দশমীর দিন কলকাতা ও উপকূল সংলগ্ন এবং তার কাছাকাছি কয়েকটি জেলায় আকাশ মেঘলা থাকবে। হালকা বৃষ্টির সম্ভাবনাও আছে। দশমীর দিন বৃষ্টি বেশি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

 

 

 

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version