আজ বিশ্বকাপে ভারত বনাম বাংলাদেশ, রোহিতদের লক্ষ্য জয়ের ধারা অব্যাহত রাখা

বাংলাদেশ ম্যাচের আগে পাকিস্তানের বিরুদ্ধে দারুণ একটা জয়ের আত্মবিশ্বাস মেন ইন ব্লু-র সঙ্গে। তবে ভারত-পাকিস্তান

আজ বিশ্বকাপের চতুর্থ ম‍্যাচে খেলতে নামছে ভারতীয় দল। প্রতিপক্ষ বাংলাদেশ। টানা তিন ম্যাচ দাপটে জিতে পয়েন্ট টেবলের শীর্ষে রোহিত শর্মার দল। দুরন্ত ছন্দে থাকা রোহিতদের লক্ষ্য জয়ের ধারা অব্যাহত রাখা। বাংলাদেশ আবার প্রথম ম্যাচ জেতার পর ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে হেরে চাপে। ভারতকে হারিয়ে ঘুরে দাঁড়ানোর শপথ টাইগার শিবিরে। তার উপর স্বস্তি দিচ্ছে, চোটের ধাক্কা সামলে অধিনায়ক শাকিব আল হাসান নেটে পুরোদমে অনুশীলন করায়।বাংলাদেশ শিবির আশাবাদী, বৃহস্পতিবার খেলতে পারবেন শাকিব।

বাংলাদেশ ম্যাচের আগে পাকিস্তানের বিরুদ্ধে দারুণ একটা জয়ের আত্মবিশ্বাস মেন ইন ব্লু-র সঙ্গে। তবে ভারত-পাকিস্তান ম্যাচের থেকে সাম্প্রতিককালে ভারত-বাংলাদেশ দ্বৈরথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। পুণেতে রোহিতদের কাজটা তাই সহজ হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পরিসংখ্যানও বলছে, দু’দলের মধ্যে শেষ চার সাক্ষাতে তিনবারই জিতেছে বাংলাদেশ। লিটন দাস, মেহদি হাসান মিরাজদের সঙ্গে থাকবে ভারতের বিরুদ্ধে ভাল খেলার আত্মবিশ্বাস। পুণের গাহুঞ্জে মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার স্টেডিয়ামে ম্যাচ। এখানে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে শেষ টি-২০ আন্তর্জাতিক ম্যাচে প্রায় চারশোর কাছাকাছি রান ওঠে। বিশ্বকাপের জন্য অবশ্য এখানের উইকেট নতুন করে তৈরি করা হয়েছে। পিচের চরিত্র নিয়ে ধোঁয়াশা থাকলেও চিপকের মতোই এখানের উইকেট মন্থর হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে।

প্রশ্ন উঠছে, তবে কি চিপকের মতো তিন স্পিনারে নামবে ভারত? ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে ভারতীয় দলের বোলিং কোচ পরশ মামরে জানিয়ে দিয়েছেন, দলে পরিবর্তন বা রোটেশন নিয়ে কোনও আলোচনাই হয়নি। মামরের কথায়, ‘‘আমাদের কাছে গুরুত্বপূর্ণ হল, বিশ্বকাপে এই ভাল শুরুটা ধরে রাখা। বাংলাদেশের বিরুদ্ধে আমাদের জয়ের ছন্দটা ধরে রাখতে হবে। রোটেশন নিয়ে এখনও আমরা কোনও আলোচনা করিনি।’’

বুধবার ছিল অপশনাল প্র্যাকটিস। তাই সবাইকে মাঠে দেখা যায়নি। তবে শুভমন গিল, ঈশান কিষাণ, রবীন্দ্র জাদেজা নেটে চুটিয়ে ব্যাটিং করেছেন। অনেকক্ষণ গাহুঞ্জের বাইশ গজ পরীক্ষা করতে দেখা গিয়েছে কোচ রাহুল দ্রাবিড়কে। মঙ্গলবার নেটে টানা বোলিং করেছিলেন মহম্মদ শামি ও রবিচন্দ্রন অশ্বিন। পুণের মাঠে আগে একটা সেশনে পেসাররাও সাহায্য পেয়েছে।এবারও সেটা হতে পারে আবার স্পিনাররাও বাড়তি সুবিধা পেতে পারে। তাই শার্দূলের জায়গায় শামি নাকি অশ্বিন, তা নিয়ে সিদ্ধান্তটা বৃহস্পতিবার টসের আগেই নেবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এই নিয়ে যশপ্রীত বুমরাহদের কোচ বলেছেপ, “শামি, অশ্বিনের মতো বোলারকে বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়াটা কখনওই সহজ নয়। আমরা পরিষ্কার করে কথা বলে নিই সবার সঙ্গে। উইকেট অনুযায়ী সেরা একাদশকেই আমাদের বেছে নিতে হয়। কিছু করার নেই, আমাদের এগারোজনকেই খেলাতে হবে।”

প্রতিপক্ষ বাংলাদেশকে সমীহ করলেও নিজেদের গেমপ্ল্যানে আস্থা রাখছে ভারতীয় শিবির। ভারতের বিরুদ্ধে বরাবরই সফল শাকিব। বিরাট কোহলিকে পাঁচ বার আউট করেছেন টাইগার অলরাউন্ডার। তবে শাকিবকে নিয়ে আলাদা ভাবনা নেই ভারতীয় শিবিরে। এই নিয়ে মামরের কাছে জানতে চাওয়া হয়, যেহেতু বাঁ-হাতি স্পিনারদের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের রেকর্ড খুব ভাল নয়, তাই শাকিবকে খেলার কৌশল কেমন হতে পারে? ভারতের বোলিং কোচের উত্তর, “শাকিব চ্যাম্পিয়ন ক্রিকেটার। ভাল ব্যাটার, বোলিংও খুব ভাল করে। তবে তাতে আমাদের কিছু যায় আসে না। প্রতিটি ম্যাচ, প্রতিপক্ষই আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। আমাদের নিজস্ব একটা পরিকল্পনা থাকে, সেটা বাস্তবায়িত করে ম্যাচ জেতাই লক্ষ্য।”

আরও পড়ুন:বিশ্বকাপে কিউয়িদের শা.সন! আফগানিস্তানকে ১৪৯ রানে উড়িয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে নিউজিল্যান্ড

Previous articleপঞ্চমীতেই পুজোর সুর, পায়ে পায়ে ভিড় বাড়ছে মন্ডপে
Next articleদেবীপক্ষে শহরের বুকে নৃ.শংস কাণ্ড, চরম পরিণতি বউবাজারের গৃহবধূর!