Wednesday, May 14, 2025

পঞ্চমীর সন্ধেয় ছন্দপতন! আচমকাই বন্ধ হয়ে গেল শ্রীভূমির লাইট শো, হ.তাশ দর্শনার্থীরা

Date:

পঞ্চমীতেও শহরে জনজোয়ার। লেকটাউন থেকে নিউ আলিপুর যেদিকেই চোখ যায় শুধুই কালো মাথার সারি। যার জেরে রাস্তায় তৈরি হয়েছে তীব্র যানজট। আর পঞ্চমীর সন্ধেয় আচমকাই বন্ধ হয়ে গেল শ্রীভূমির (Sreebhumi Sporting Club) ‘ডিজনিল্যান্ডে’র (Disneyland) লাইট শো (Light Show)। যা দেখতে এত মানুষের ঢল, সেটাই বন্ধ করে দেওয়া হয় বলে খবর। মণ্ডপে গিয়ে লাইট শো দেখতে না পেয়ে হতাশ দর্শনার্থীরা।

এদিকে এদিন সন্ধ্যার পর থেকে শ্রীভুমির মণ্ডপ চত্বরে তিল ধরানোর জায়গা নেই। বৃহস্পতিবার ডিজনিল্যান্ডে ঢোকার লাইনে দাঁড়িয়েই সেলফি, ফেসবুক লাইভ করছিলেন নতুন প্রজন্মের যুবক–যুবতীরা। কিন্তু আচমকাই বন্ধ হয়ে যায় ডিজনিল্যান্ডের লাইট শো। জানা গিয়েছে, কাছেই বিমানবন্দর হওয়ার কারণে এই লাইটে সমস্যা দেখা দিচ্ছে। অন্যদিকে লাইটের জন্যই মানুষের ঢল নামছে। তবে এমন ভিড় যে হবে সেটা আগেভাগেই অনুমান করেছিল বিধাননগর কমিশনারেট। তাই ঢেলে সাজানো হয় ভিআইপি রোডের ট্রাফিক ব্যবস্থা। তারপরও যানজট দেখা গিয়েছে।

আর মণ্ডপে এসে আলোর শো দেখতে না পেয়ে ক্ষুব্ধ দর্শনার্থীরা। ফলে পরিস্থিতি সামাল দেওয়া কার্যত দায় হয়ে দাঁড়াচ্ছে পুলিশের পক্ষে। সেই কারণে আপাতত শ্রীভূমির ডিজনিল্যান্ডের লাইট শো বন্ধ রাখার আবেদন করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে। সেই আরজি মেনেই লাইট শো বন্ধ রাখার সিদ্ধান্ত নেন পুজো উদ্যোক্তারা। তবে শোনা যাচ্ছে, পরবর্তীতে ফের চালু করা হতে পারে লাইট শো।

 

 

 

Related articles

জামিন মেলেনি সুপ্রিম কোর্টে! এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন পার্থ

নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টে জামিন না মেলায় এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন পার্থ চট্টোপাধ্যায়। আগামী ১৯ মে বিচারপতি...

ধান সংগ্রহে স্বচ্ছতা আনতে তিনস্তরের মনিটরিং কমিটি পুনর্গঠনের নির্দেশ রাজ্যের

কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান সংগ্রহের প্রক্রিয়া আরও স্বচ্ছ এবং কার্যকর করতে তৎপর রাজ্য সরকার। এই...

ট্রাম্পের মধ্যস্থতা মেনে নেওয়া অপমানজনক: মত সৌগত রায়ের

আপাত সংঘর্ষ বিরতি ভারত-পাকিস্তানের মধ্যে। এই বিষয়ে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন তাঁর মধ্যস্থতায় এই বিরতি হয়েছে। এই...

তুর্কি বয়কটের ডাক RSS-এর, চিন-তুরস্কে দ্বিচারিতা ভারতের

ভারতীয় সেনার তরফে প্রেস বিবৃতিতে বড় করে তুলে ধরা হচ্ছে পাকিস্তানের শক্তির পিছনে চিন ও তুরস্কের ভূমিকা। একের...
Exit mobile version