Monday, November 10, 2025

নিউজক্লিক গ্রে.ফতারি মামলায় জবাব তলব করে দিল্লি পুলিশকে নোটিশ সুপ্রিম কোর্টের

Date:

নিউজক্লিক গ্রেফতারি মামলায় স্বরাষ্ট্রমন্ত্রক নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশের কাছে জবাব চাইল সুপ্রিম কোর্ট (Supreme Court)। UPA-এর অধীনে নিউজক্লিকের প্রতিষ্ঠাতা এবং এইচআর প্রধানকে গ্রেফতার কেন! জানতে চেয়ে বৃহস্পতিবার দিল্লি পুলিশকে নোটিশ পাঠাল শীর্ষ আদালত। প্রতিষ্ঠাতা-সম্পাদক প্রবীর পুরকায়স্থ এবং সংস্থার HR বিভাগের প্রধান অমিত চক্রবর্তীর গ্রেফতারির কারণ জানাতে দিল্লি পুলিশকে রিপোর্ট দিতে বলেছে সুপ্রিম কোর্ট।  এমনকী ধৃত দুজনের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে কেন মামলা করা হল- সে বিষয়েও দিল্লি পুলিশের জবাব চেয়েছে শীর্ষ আদালত।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রকে নিয়ে গঠিত বেঞ্চ দিল্লি পুলিশকে নোটিশ পাঠিয়ে ৩০ অক্টোবরের মধ্যে জবাব চেয়েছে। প্রাথমিকভাবে, আদালত ৩ সপ্তাহ পরে তারিখ দেয়। কিন্তু আইনজীবী কপিল সিবাল দশেরার ছুটির পরে অবিলম্বে মামলাটি তালিকাভুক্ত করার জন্য আদালতকে অনুরোধ করেন। তিনি বলেন, পুরকায়স্থের বয়স ৭০ বছরের বেশি এবং তিনি এখনও পর্যন্ত জেলে আছেন। ১৬  অক্টোবর প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চের সামনে সিবাল এটি উল্লেখ করার পরে সুপ্রিম কোর্ট জরুরিভাবে বিষয়টি তালিকাভুক্ত করতে সম্মত হয়।

আরও পড়ুন: মামলার ঝক্কি সামলানোর লোক নেই! বিপাকে পড়ে রাজ্য পুলিশের কর্মী চেয়ে হাই কোর্টে সিবিআই

ভারতে চিনপন্থী প্রচার করার বিনিময়ে অর্থ গ্রহণের অভিযোগে ৩ অক্টোবর দিল্লি পুলিশের স্পেশাল সেল ইউএপিএ ধারায় প্রবীর পুরকায়স্থ ও অমিত চক্রবর্তীকে গ্রেফতার করে। দিল্লি পুলিশের এফআইআর অনুসারে, অভিযুক্তরা দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা নষ্ট করতে আইন বহির্ভূতভাবে কয়েক কোটি টাকা বিদেশ থেকে গ্রহণ করেছেন। এই মামলায় এবার জবাব চাইল সুপ্রিম কোর্ট।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version