বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রকে নিয়ে গঠিত বেঞ্চ দিল্লি পুলিশকে নোটিশ পাঠিয়ে ৩০ অক্টোবরের মধ্যে জবাব চেয়েছে। প্রাথমিকভাবে, আদালত ৩ সপ্তাহ পরে তারিখ দেয়। কিন্তু আইনজীবী কপিল সিবাল দশেরার ছুটির পরে অবিলম্বে মামলাটি তালিকাভুক্ত করার জন্য আদালতকে অনুরোধ করেন। তিনি বলেন, পুরকায়স্থের বয়স ৭০ বছরের বেশি এবং তিনি এখনও পর্যন্ত জেলে আছেন। ১৬ অক্টোবর প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চের সামনে সিবাল এটি উল্লেখ করার পরে সুপ্রিম কোর্ট জরুরিভাবে বিষয়টি তালিকাভুক্ত করতে সম্মত হয়।
আরও পড়ুন: মামলার ঝক্কি সামলানোর লোক নেই! বিপাকে পড়ে রাজ্য পুলিশের কর্মী চেয়ে হাই কোর্টে সিবিআই
ভারতে চিনপন্থী প্রচার করার বিনিময়ে অর্থ গ্রহণের অভিযোগে ৩ অক্টোবর দিল্লি পুলিশের স্পেশাল সেল ইউএপিএ ধারায় প্রবীর পুরকায়স্থ ও অমিত চক্রবর্তীকে গ্রেফতার করে। দিল্লি পুলিশের এফআইআর অনুসারে, অভিযুক্তরা দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা নষ্ট করতে আইন বহির্ভূতভাবে কয়েক কোটি টাকা বিদেশ থেকে গ্রহণ করেছেন। এই মামলায় এবার জবাব চাইল সুপ্রিম কোর্ট।