Friday, May 16, 2025

ইজরায়েল-হা.মাস সংঘ.র্ষের জের: ইজরায়েলি পুলিশকে পোশাক সরবরাহ বন্ধ করছে কেরলের সংস্থা

Date:

ইজরায়েল-হামাস সংঘর্ষের কারণে ইজরায়েলি পুলিশকে (Israeli police) পোশাক সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নিল কেরালার পোশাক তৈরির সংস্থা। ২০১৫ থেকে ইজরায়েল পুলিশের জন্য ইউনিফর্ম সরবরাহ করছে তারা। সেখানে “শান্তি পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত” মানবিক দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে কেরলের সংস্থাটি সেখানে পোশাক সরবরাহ বন্ধ করার  সিদ্ধান্ত নিয়েছে।

কান্নুরের কুথুপারম্বাতে অবস্থিত মেরিয়ান অ্যাপারেল প্রাইভেট লিমিটেড নামে ওই সংস্থা একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, “আমরা ২০১৫ সাল থেকে ইজরায়েল পুলিশের (Israeli police) জন্য ইউনিফর্ম তৈরি করছি। সাম্প্রতিক ঘটনার পরে হাসপাতালে বোমা হামলা এবং হাজার হাজার নিরপরাধ জীবনের ক্ষতি আমাদের স্তম্ভিত করে দিয়েছে। সেখানে শান্তি পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত ইজরায়েল পুলিশের ইউনিফর্ম তৈরির আর কোনোও অর্ডার না নেওয়ার নৈতিক সিদ্ধান্ত নিয়েছি।” সংস্থার এমডি থমাস ওলিকাল জানিয়েছেন, “যুদ্ধের  কারণে উভয় পক্ষেরই নিরপরাধ জীবন হারিয়েছে। প্রাণ হারিয়েছে হাজার হাজার নিরপরাধ শিশু। হাসপাতালে যেভাবে বোমা হামলা হয়েছে তারপরেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।”

৭ অক্টোবর হামাস জঙ্গিরা ইজরায়েলে প্রবেশের পর সংঘর্ষ শুরু হয়। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে ৩,৭৮৫ প্যালেস্টাইনবাসী নিহত এবং ১২,৫০০ জনেরও বেশি আহত হয়েছে।

Related articles

নির্দেশ দেখে পদক্ষেপ: ডিএ নির্দেশে প্রতিক্রিয়া চন্দ্রিমার

রাজ্য সরকারের কর্মীদের ২৫ শতাংশ ডিএ (DA) দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। এক ঘোষণায় সরকারি কোষাগার থেকে প্রায় ৯...

টুটু বোসের ইস্তফা প্রসঙ্গে দেবাশিসের পাল্টা মুখ খুললেন সৃঞ্জয়

মোহনবাগানে(Mohunbagan) নির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে। সেইসঙ্গেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। এই মুহূর্তে অবশ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল...

জেলা সভাপতির বদলে কোর কমিটি ২ জেলার, দুই জেলায় সভাপতি ঘোষণা স্থগিত

দলীয় স্বার্থে সাংগঠনিক জেলার গঠন প্রণালী কেমন হবে, তা নিয়ে স্পষ্ট ধারণা তৃণমূলের সদ্য প্রকাশিত নেতৃত্বের তালিকায়। জেলা...

গাড়ির যান্ত্রিক ত্রুটি-দূষণ পরীক্ষায় রাজ্যে হচ্ছে ১২টি আধুনিক ATS

গাড়ির যান্ত্রিক ত্রুটি ও দূষণ নিয়ে প্রশ্নের সমাধানে রাজ্যে গড়ে উঠছে ১২টি আধুনিক অটোমেটেড টেস্টিং স্টেশন (ATS)। পরিবহন...
Exit mobile version